Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘সিনহা হত্যার তদন্ত প্রতিবেদন কীভাবে গণমাধ্যমে— খুঁজে বের করব’


৯ সেপ্টেম্বর ২০২০ ১৬:২১

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খন কামাল (ফাইল ছবি )

ঢাকা: সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যার ঘটনার তদন্ত প্রতিবেদন কীভাবে, কার মাধ্যমে গণমাধ্যমে গেলো তা খুঁজে দেখা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, সিনহা হত্যার তদন্তের প্রতিবেদন কীভাবে প্রকাশ পেল এবং তা কতটা সত্য, নাকি মিথ্যা- কিছুই আমার জানা নেই। আদালতে পেশ করার আগে এমন একটি গুরুত্বপূর্ণ তথ্য সংবাদপত্রে প্রকাশ করা ঠিক হয়নি।

বুধবার (৯ সেপ্টেম্বর) সচিবালয়ের নিজ দফতরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

বিজ্ঞাপন

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন বলেন, ‘যারা ওই তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছেন, বিচারের আগে তারা সঠিক কাজ করেননি। তাদের কাছে তো চাওয়া হয়নি। কোর্টতো কোনো পত্রিকার কাছে চাইবে না। আমাদের কাছে চাইবে, আমরা পাঠিয়ে দেবো। ভবিষ্যতে যাতে এধরনের ঘটনা না ঘটে সেজন্য তদন্তের রিপোর্ট আমরা পর্যালোচনা করব। আমাদের করণীয় তাদের সুপারিশগুলো পরীক্ষা-নিরীক্ষা করে পরবর্তী ব্যবস্থা নেওয়া।’

এমন কাজ যারা করেন তাদের বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা গ্রহণ করা হবে?- এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দেশের একটি স্বনামধন্য পত্রিকায় যেহেতু প্রসঙ্গটা প্রকাশ পেয়েছে। আমরা দেখব এর সত্যতা কতটুকু এবং কার মাধ্যমে তারা পেয়েছেন। এছাড়া বিচারের আগে কেনইবা এটা প্রকাশ করলেন- এটা আমাদের জানার বিষয় থাকবে।’

তিনি আরও বলেন, ‘সিনহা হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন নিয়ে পত্রিকায় কী এসেছে, তা কতটা ঠিক আমার জানা নেই। হত্যার বিষয়টি আদালতের নির্দেশে তদন্তাধীন। তাৎক্ষণিকভাবে আমরা একটা তদন্ত করেছিলাম। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের নেতৃত্বে একটি কমিটি এই রিপোর্ট পর্যালোচনা করবে, যদি আদালত চায় আমরা দেবো।’

বিজ্ঞাপন

আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘এই বিষয়টি নিয়ে তদন্ত চলছে। কাজেই এখানে কোনোরকমের মন্তব্য করব না। আমরা এটাও বলেছি, কোর্ট যদি এই রিপোর্ট চান তাহলে আমরা তাদের দেবো। নিরপেক্ষ একটি প্রতিবেদন যাতে বিচরকদের কাছে যায় সেজন্য যত ধরনের প্রচেষ্টা আছে আমরা করব। বর্তমানে কোর্টের নির্দেশে র‌্যাব তদন্ত করছে। তাদের প্রতিবেদনের আগে কোনো রিপোর্ট বের হয়ে সেই তদন্তকে প্রভাবিত করুক এটা আমরা চাই না। এটা বিচারকরাও চান না।’

সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে মামলায় সরকারের অনুমতির বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন বলেন, ‘এ বিষয়ে সুস্পষ্ট আইন রয়েছে। সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের বিরুদ্ধে মামলা করতে হলে সরকারের অনুমতি নিতে হয়। সে অনুমতি না নিলে বিচার বিভাগ বিষয়টি দেখবেন। আমাদের এখানে যদি কেউ এ বিষয় তুলে ধরেন তাহলে আমরা বিচার বিভাগের পরামর্শ নিয়েই যা কিছু করতে হয় করব।

আসাদুজ্জামান খাঁন কামাল গণমাধ্যম টপ নিউজ তদন্ত প্রতিবেদন সিনহা হত্যা স্বরাষ্ট্রমন্ত্রী

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর