মাস্ক জালিয়াতি: জাদিদ অটোমোবাইলসের শামীমুজ্জামানকে জিজ্ঞাসাবাদ
৯ সেপ্টেম্বর ২০২০ ১৯:০৮
ঢাকা: মাস্ক জালিয়াতির অভিযোগে মেসার্স জাদিদ অটোমোবাইলসের মালিক শামীমুজ্জামানকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। স্বাস্থ্য অধিদফতরের অধীনে বিশ্বব্যাংকের অর্থায়নে ‘কোভিড-১৯ ইমার্জেন্সি রেসপন্স আন্ড প্যানডেমিক প্রিপেয়ার্ডনেস (ইআরপিপি)’ প্রকল্পে এই কোম্পানি ৩১ কোটি ৯০ লাখ টাকার পিপিই সরবরাহের কাজ পেয়েছিল। সারাবাংলার অনুসন্ধানে জানা যায়, কোনো পণ্য সরবরাহ না করেও তারা সাড়ে ৯ কোটি টাকা তুলে নিয়েছিল।
দুদক সূত্র জানিয়েছে, বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত দুদকের পরিচালক মীর মো. জয়নুল আবেদীন শিবলীর নেতৃত্বে একটি টিম তাকে জিজ্ঞাসাবাদ করে।
আরও পড়ুন- পিপিই-মাস্কের দেখা নেই, সাড়ে ৯ কোটি টাকা তুলে নিয়েছে জাদিদ
এর আগে দুদক পরিচালক মীর জয়নুল আবেদীনের সই করা এক অতি জরুরি চিঠিতে শামীমুজ্জামানকে তলব করা হয় দুদকে। তলবি চিঠিতে বলা হয়, স্বাস্থ্য অধিদফতর ও বিভিন্ন হাসপাতালের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে কোভিড-১৯-এর চিকিৎসায় নিম্ন মানের মাস্ক, পিপিই ও অন্যান্য স্বাস্থ্য সরঞ্জাম কেনা ও সরবরাহের নামে কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। একইসঙ্গে অবৈধ সম্পদ অর্জনের একটি অভিযোগ নিয়ে কমিশনে অনুসন্ধান চলছে। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে শামীমুজ্জামান কাঞ্চনের বক্তব্য শোনা একান্ত প্রয়োজন উল্লেখ করে অভিযোগ সংক্রান্ত বিষয়ে সংশ্লিষ্ট রেকর্ডপত্রসহ ৯ সেপ্টেম্বর তাকে কমিশনে হাজির হতে বলা হয়।
এদিকে, গত ২ সেপ্টেম্বর একই অভিযোগ অনুসন্ধানের স্বার্থে রেকর্ডপত্র চেয়ে দুদক পরিচালক মীর জয়নুল আবেদীনের সই করা আলাদা আলাদা চিঠি পাঠানো হয় স্বাস্থ্য অধিদফতর ও ঔষধ প্রশাসন অধিদফতরে। এর মধ্যে স্বাস্থ্য অধিদফতরে পাঠানো চিঠিতে অধিদফতরের সঙ্গে জাদিদ অটোমোবাইলের সুরক্ষা সরঞ্জাম সরবরাহ সংক্রান্ত চুক্তিপত্র, পণ্য সরবরাহ আদেশ, জাদিদ অটোমোবাইলসের সরবরাহ করা সুরক্ষা সামগ্রীর তথ্য/চালান, জাদিদকে পরিশোধ করা বিলের রেকর্ডপত্রের সত্যায়িত ফটোকপি চাওয়া হয়। এছাড়া জাদিদের সরবরাহ করা সুরক্ষা সরঞ্জাম কোথায় কোথায় সরবরাহ করা হয়েছে এবং কী পরিমাণ মজুত আছে— এর আইটেমভিত্তিক তথ্যও চাওয়া হয়েছে স্বাস্থ্য অধিদফতরের কাছে।
অন্যদিকে ঔষধ প্রশাসন অধিদফতরের কাছে পাঠানো চিঠিতে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী আমদানির অনুমতি চেয়ে জাদিদের আবেদন ও জাদিদকে দেওয়া আমদানির অনুমতিপত্রের সত্যায়িত ফটোকপি চাওয়া হয়েছে।
দুদক সূত্র বলছে, ৮ সেপ্টেম্বরের মধ্যে এসব নথিপত্র দুদকে সরবরাহের জন্য বলা হয় স্বাস্থ্য অধিদফতর ও ঔষধ প্রশাসন অধিদফতরকে। তবে চাহিদা অনুযায়ী পুরো তথ্য দু’টি সংস্থার কেউই দুদকে সরবরাহ করতে পারেনি, আংশিক তথ্য পাঠিয়েছে। সেগুলো নিয়ে কাজ করছে দুদক।
ইআরপিপি প্রকল্প ঔষধ প্রশাসন অধিদফতর জাদিদ অটোমোবাইলস জিজ্ঞাসাবাদ দুদক দুদকে তলব মাস্ক জালিয়াতি শামীমুজ্জামান কাঞ্চন সুরক্ষা সরঞ্জাম স্বাস্থ্য অধিদফতর