Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১৩ মাস পর ডিএসইর প্রধান সূচক ৫ হাজার পয়েন্টে উন্নীত


১০ সেপ্টেম্বর ২০২০ ১৬:১৩

ঢাকা: ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ৫ হাজার পয়েন্ট অতিক্রম করেছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দেশের প্রধান পুঁজিবাজার ডিএসই‘র প্রধান ইনডেক্স ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৩৯ পয়েন্ট বেড়ে ৫ হাজার ১১ পয়েন্টে উন্নীত হয়। এটি ২০১৯ সালের ২৩ সেপ্টেম্বরের পর সূচকের সর্বোচ্চ অবস্থান। ওইদিন ডিএসইর প্রধান সূচক ছিল ৫ হাজার দশমিক ২৪ পয়েন্ট। এর ১৩ মাস পর গত বৃহস্পতিবার ডিএসইর সূচক সর্বোচ্চ অবস্থানে উন্নীত হয়।

বিজ্ঞাপন

এদিকে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ডিএসইতে ৩৫৬টি প্রতিষ্ঠানের ৩৫ কোটি ৯১ লাখ ১৪ হাজার ৪০২ শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে।

লেনদেন হওয়া এসব শেয়ার ও ইউনিটের মধ্যে দাম বেড়েছে ১৯০টির, কমেছে ১১৭টির এবং ৪৯টি শেয়ার ও ইউনিটের দাম অপরিবর্তিত থাকে।

দিনশেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৩৯ পয়েন্ট কমে ৫ হাজার ১১ পয়েন্টে উন্নীত হয়। ডিএসইর শরিয়াহ সূচক ১২ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৫৮ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭৪০ পয়েন্টে উঠে আসে। দিনশেষে ডিএসইতে ১ হাজার ২৪ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়েছে।

অন্যদিকে অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ২৭৩টি প্রতিষ্ঠানের ১ কোটি ৪৯ লাখ ৪৯ হাজার ৯৪৭টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। লেনদেন হওয়া এসব প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দাম বেড়েছে ১৪৭টির, কমেছে ৮৩টির এবং ৪৩টি শেয়ারের দাম অপরিবর্তিত থাকে। সিএসইর সার্বিক মূল্য সূচক আগের দিনের চেয়ে ১০১ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ২৯৫ পয়েন্টে উন্নীত হয়। দিনশেষে সিএসইতে ২৯ কোটি ২২ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়েছে।

টপ নিউজ ডিএসই সূচক

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর