Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাজার স্থিতিশীল রাখতে পেঁয়াজের আমদানি বাড়াচ্ছে সরকার


১০ সেপ্টেম্বর ২০২০ ১৮:২৫

ঢাকা: বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি জানিয়েছেন, বাজার স্থিতিশীল রাখতে এবার বেশি পরিমাণে পেঁয়াজ আমদানির চিন্তা করছে সরকার। তিনি বলেন, বিগত বছরগুলোর চেয়ে এবার আমরা একটু বেশি পরিমাণেই পেঁয়াজ কিনব। সেজন্য পেঁয়াজ আমদানিতে পাঁচ শতাংশ ট্যাক্স কমাতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সচিবালয়ের নিজ দফতরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান বাণিজ্যমন্ত্রী।

বিজ্ঞাপন

টিপু মুনশি বলেন, ‘আমাদের বাজারের পাশাপাশি ভারতের বাজারেও পেঁয়াজের দাম বেড়ে গেছে। পেঁয়াজ নিয়ে গত বছরের মতো পরিস্থিতি সৃষ্টি যাতে না হয় সেজন্য বেশি পরিমাণে আমদানি করা হবে।’ তিনি জানান, পেঁয়াজ আমদানির লক্ষ্যে বেনাপোল, হিলিসহ কয়েকটি স্থলবন্দর পরিদর্শনে যাবে বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিনিধি দল।

দেশের বাজারে পেঁয়াজের দাম কিছুটা বেড়েছে উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী আরও বলেন, ‘বন্যার কারণে এবার পেঁয়াজের সরবরাহ কমেছে। টিসিবি এবার বড় পরিসরে মাঠে নামছে। আগামী ১৩ সেপ্টেম্বর থেকে ন্যায্যমূল্যে খোলাবাজারে পেঁয়াজ বিক্রি শুরু করবে।’

এবার বাজার মনিটরিংয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে জানিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘এবার ভারত পেঁয়াজ রফতানি বন্ধ করেনি। গত বছর ভারত পেঁয়াজ রফতানি বন্ধ করে দেওয়ায় আমাদের দেশের ব্যবসায়ীরা সেই সুযোগ নিয়েছে। তবে ওই পরিস্থিতিতে সুবিধাও হয়েছে। আমাদের আর একটা মার্কেটের ওপর সব সময় নির্ভর করতে হবে না। নতুন বাজার থেকে আমদানির পথ তৈরি হয়েছে ‘

টিপু মুনশি বলেন, ‘তুরস্ক, মিশর, ইন্দোনেশিয়ার মতো দেশগুলো থেকে পেঁয়াজ আমদানির কারণে সেসব দেশের ব্যবসায়ীদের সঙ্গে যোগাযোগের পথ তৈরি হয়েছে। এবারও তুরস্ক থেকে পেঁয়াজ আমদানি করতে টিসিবির মাধ্যমে টেন্ডার আহ্বান করা হয়েছে। আবার আমদানিতে ট্যাক্স কমানোর জন্যও চিঠি দেওয়া হয়েছে।’

বিজ্ঞাপন

এদিকে গতবছর বাজারে পেঁয়াজের সংকট তৈরি হওয়ায় সরকারের কৃষি ও বাণিজ্য উভয় মন্ত্রণালয় থেকেই বলা হয়েছিল, অভ্যন্তরীণ উৎপাদন বাড়ানো হবে। সে প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘পেঁয়াজের উৎপাদন বেড়েছে। তবে ঘাটতিও রয়েছে ৬ থেকে ৭ লাখ মেট্রিক টন। দুয়েক বছরে এই ঘাটতি পূরণ সম্ভব নয়। অন্যদিকে পেঁয়াজের চাহিদাও দিন দিন বাড়ছে। তাই আমদানিও করতে হবে।’

উল্লেখ্য, গত বছর ভারত বন্যার কারণে পেঁয়াজ রফতানি বন্ধ রাখায় দেশে পেঁয়াজের কেজি ৩০০ টাকা হয়েছিল। বাজারে অস্থিরতা দেখা দিলে ওই সময় বেশ কয়েকটি দেশ থেকে পেঁয়াজ আমদানি করা হয়।

টিপু মুনশি পেঁয়াজ আমদানি বাজার বাণিজ্যমন্ত্রী বেশি পরিমাণে ভারত

বিজ্ঞাপন

নামেই শুধু চসিকের হাসপাতাল!
২২ নভেম্বর ২০২৪ ২২:০৬

আরো

সম্পর্কিত খবর