Sunday 29 Jun 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু, আহত ১


১১ সেপ্টেম্বর ২০২০ ১০:৩৫ | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২০ ১০:৩৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নোয়াখালী: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার নোয়াখালী পৌরসভা গেইট সংলগ্ন অনন্তপুর এলাকায় যাত্রীবাহী পরিবহন সুগন্ধা কিং ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন মারা গেছেন। ঘটনাস্থলে একজন ও নোয়াখালী সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরেকজনের মৃত্যু হয়েছে। একজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।

নিহতরা হলেন— সদর উপজেলার নেয়াজপুর ইউনিয়নের দেবীপুর গ্রামের কামাল (৩৫) ও অজ্ঞাত (৩২)। আহতের নাম ও পরিচয় তাৎক্ষনিকভাবে জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে সোনাপুর থেকে সুগন্ধা কিং পরিবহনের একটি যাত্রীবাহী বাস ফেনীর উদ্দেশ্যে ছেড়ে যায়। বাসটি মাইজদী- চৌমুহনী সড়কের নোয়াখালী পৌরসভা গেইট সংলগ্ন অনন্তপুর এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষে এ ঘটনা ঘটে। এতে অটোরিকশা ধুমড়ে-মুছড়ে যায়। ঘটনাস্থলে সিএনজি চালক নিহত ও অপর দুই যাত্রী আহত হয়েছেন। আহত ২ জনকে আশঙ্কাজনক অবস্থায় নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা যান।

বিজ্ঞাপন

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ চৌধুরী বলেন, নিহত দুইজনের লাশ উদ্ধার ও গাড়ি দুটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নোয়াখালী সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর