নওগাঁ: সারাবাংলার নওগাঁ প্রতিনিধি আব্দুল রউফ পাভেল খন্দকারের বাবা খোদা বক্স খন্দকার মারা গেছেন। রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সাংবাদিক পাভেল জানান, বার্ধক্যজনিত নানা সমস্যা নিয়ে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রোববার মারা যান তিনি।
এদিন বাদ মাগরিব নওগাঁর বিহারী কলোনি মসজিদে খোদা বক্স খন্দকারের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর নওগাঁ কেন্দ্রীয় কবরস্থানে তাকে দাফন করা হয়।
মৃত্যুকালে খোদা বক্স খন্দকারের বয়স হয়েছিল ৮২ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।