Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কারিগরি শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে দুদকের মামলা


১৫ সেপ্টেম্বর ২০২০ ২১:৫৪

ঢাকা: অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের (বাকাশিবো) সাবেক চেয়ারম্যান মো. মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-১-এ দুদকের উপপরিচালক মো. আলী আকবর বাদী হয়ে মামলাটি দায়ের করেন বলে জানা গেছে।

দুদক সূত্রে জানা গেছে, মোস্তাফিজুর রহমান অবৈধভাবে ১ কোটি ৭২ লাখ ৩৭১ টাকার সম্পদ অর্জন করেছেন। অবৈধ সম্পদের মধ্যে রাজধানীর তেজকুনিপাড়া ও উত্তরায় দু’টি ফ্ল্যাট এবং রাজশাহীতে জমি রয়েছে। তিনি দাখিলকৃত সম্পদ বিবরণীতে ১৫ লাখ ৭৫ হাজার ৯৪১ টাকার অস্থাবর সম্পদের তথ্য গোপন করেছেন। এ কারণে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে।

কারিগরি শিক্ষা বোর্ড দুদকের মামলা দুর্নীতি দমন কমিশন মো. মোস্তাফিজুর রহমান সম্পদের তথ্য গোপন সাবেক চেয়ারম্যান

বিজ্ঞাপন
সর্বশেষ

কোস্ট গার্ডের নতুন ডিজি জিয়াউল হক
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১১:৩২

সম্পর্কিত খবর