চট্টগ্রামের জেলা প্রশাসক করোনায় আক্রান্ত
১৭ সেপ্টেম্বর ২০২০ ০০:১১
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। চার দিন আগে তার স্ত্রীর শরীরেও করোনাভাইরাসের অস্তিত্ব শনাক্ত হয়।
বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজ (বিআইটিআইডি) ল্যাবে জেলা প্রশাসকের কাছ থেকে সংগ্রহ করা নমুনা পরীক্ষা হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত ৯টায় এর ফলাফল জানানো হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রট মো. আলী হাসান।
ম্যাজিস্ট্রেট আলী সারাবাংলাকে জানান, করোনায় আক্রান্ত জেলা প্রশাসক ও তার স্ত্রী ফারহানা নাহারের জ্বর ও কাশি আছে। উভয়ে নগরীর ডিসি হিলে সরকারি বাসভবনে আইসোলেশনে আছেন।
এর আগে গত ১২ সেপ্টেম্বর চট্টগ্রামের বিভাগীয় কমিশনার এ বি এম আজাদ এবং তার স্ত্রী ও এক ছেলের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়।
করোনায় আক্রান্ত চট্টগ্রামের জেলা প্রশাসক জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন