Sunday 13 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজধানী থেকে কুকুর অপসারণ বন্ধ চেয়ে জয়া আহসানের রিট


১৭ সেপ্টেম্বর ২০২০ ২১:৪৮ | আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২০ ০৩:১২

ঢাকা: রাজধানী থেকে বেওয়ারিশ কুকুর অপসারণের জন্য ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) কার্যক্রম বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।

বৃহষ্পতিবার (১৭ সেপ্টেম্বর) জনস্বার্থে অভিনেত্রী জয়া আহসান এবং দুইটি সংগঠনের পক্ষ থেকে এ রিট দায়ের করা হয়।

জয়া আহসান ছাড়াও প্রাণী কল্যাণ সংগঠন অভয়ারণ্য ও পিপলস ফর অ্যানিম্যাল ওয়েলফেয়ার যৌথভাবে এ রিট দায়ের করেন। রিট দায়েরের বিষয়টি সারাবাংলাকে নিশ্চিত করেছেন রিটের পক্ষের আইনজীবী ব্যারিস্টার সাকিব মাহবুব।

তিনি বলেন, রিটে কুকুর অপরাসারণ বন্ধের নির্দেশনা চাওয়া হয়েছে। পাশাপাশি এভাবে কুকুর অপসারণ কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারির প্রার্থনা করা হয়েছে।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন যেভাবে কুকুর অপসারণ করছে তা তারা পারেন না। কেননা প্রাণী কল্যাণ আইন ২০১৯ (৭) ধারায় বলা হয়েছে, বেওয়ারিশ কুকুর হত্যা ও অপসারণ করা যাবে না।

আগামী সপ্তাহের এ রিটের ওপর শুনানি হতে পারে বলে তিনি জানিয়েছেন। রিটে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, প্রাণী সম্পদ মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।

কুকুর অপসারণ কুকুর নিধন জয়া আহসান টপ নিউজ বেওয়ারিশ কুকুর রাজধানী রিট হাইকোর্ট

বিজ্ঞাপন

ছবির গল্প মার্চ ফর গাজা
১২ এপ্রিল ২০২৫ ২৩:৪৫

আরো

সম্পর্কিত খবর