নির্মাণাধীন ভবন থেকে পড়ে রড মিস্ত্রির মৃত্যু
১৮ সেপ্টেম্বর ২০২০ ১৭:৪২
ঢাকা: রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় নির্মাণাধীন ভবন থেকে নিচে পড়ে সালাম হাওলাদার (৪৫) নামে এক শ্রমিক মারা গেছেন। তিনি রড মিস্ত্রির কাজ করতেন।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বেলা ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বিকেল ৪টার দিকে মৃত ঘোষণা করেন।
বরিশাল বাবুগঞ্জ উপজেলার পূর্ব ভূতেরদিয়া গ্রামের জালাল হাওলাদারের ছেলে সালাম। থাকতেন নির্মানাধীন ওই ভবনেই।
মৃত সালামের সহকর্মী মো. বেল্লাল বেপারী জানান, তারা বসুন্ধরা আবাসিক এলাকার জে ব্লক, ১৬ নম্বর রোডে ৭তলা ভবনে রড মিস্ত্রীর কাজ করেন। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) জুম্মার নামাজের পর ভবনের ৬ তলার বাইরের দিকে মাচান বেঁধে কাজ করছিল সালাম। তখন মাচান থেকে নিচে পড়ে যান তিনি। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ (পরিদশর্ক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতদেহ ময়নাতদন্তের মর্গে রাখা হয়েছে।