Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘সার্কের মধ্যে কেন ভিসা সিস্টেম থাকবে’


১৯ সেপ্টেম্বর ২০২০ ২১:২৯

ঢাকা: সার্কভুক্ত দেশগুলোর মধ্যে কেন ভিসা সিস্টেম থাকবে আর এমন প্রশ্ন তুলেছেন সিভিল এভিয়েশনের সাবেক চেয়ারম্যান এম ইকবাল হোসেন। শনিবার (১৯ সেপ্টেম্বর) সারাবাংলা ফোকাস ‘ঢাকা নয়াদিল্লী এয়ারবাবল’ আলোচনা সভায় তিনি এই প্রশ্ন তোলেন।

অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও ছিলেন- সিভিল এভিয়েশনের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান, ও সাবেক পররাষ্ট্র সচিব তৌহিদ হোসেন। সঞ্চালনা করেন সারাবাংলা.নেটের স্পেশাল করেসপন্ডেন্ট এমএকে জিলানী।

বিজ্ঞাপন

সাবেক চেয়ারম্যান এয়ার ভাইস মা‍শা‍র্ল এম ইকবাল হোসেন বলেন, ‘রাডার ব্যবস্থা আসলে আমাদের সিভিল এভিয়েশনের রাজস্ব আরও বাড়বে। কারণ বিমানগুলোকে ধরা যাবে। তখন সীমান্ত এবং সমুদ্র এলাকার বিমানগুলোকেও মনিটরিং সহজ হবে। একই সাথে আমাদের বর্ডারে যাতায়াত ব্যবস্থা আরও নরম্যাল হওয়া উচিত। তবে প্রশ্ন হচ্ছে, সার্কের মধ্যে কেন ভিসা সিস্টমে থাকবে। আমরা এতো বন্ধুত্ব ফলাও করে বলি তাহলে ভিসা সিস্টমে কেন? ইউরোপ আমেরিকার ভিসা নিতে যাওয়ার চেয়ে সার্কভুক্ত দেশের ভিসা নিতে বেশি ভোগান্তি পেতে হয়। এটা নিয়ে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাজ করা উচিত।’

‘এয়ারবাবল চুক্তিতে অনএরাইভাল ভিসার ব্যবস্থা থাকতে হবে’

সাবেক পররাষ্ট্র সচিব তৌহিদ হাসান বলেন, ‘এসব বিষয় এমন ব্যবস্থা হোক এবং সহজ হোক ৫ বছরের জন্য ভিসা হয়ে যাক। ইউরোপ আমেরিকার ভিসার মতো ভিসা পেলে ৫ বছর হয়ে যাক মাল্টিপল ভিসা। ভারত ও বাংলাদেশ হলে যে কেউ বর্ডার পার হয়ে যেতে পারতো এতে সবকিছু ভাল হতো।’

ভিসা সিস্টেম সারাবাংলা ফোকাস

বিজ্ঞাপন

নামেই শুধু চসিকের হাসপাতাল!
২২ নভেম্বর ২০২৪ ২২:০৬

আরো

সম্পর্কিত খবর