Tuesday 15 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মানবতাবিরোধী অপরাধে কারাবন্দি ইউনুস মৌলভীর মৃত্যু


২০ সেপ্টেম্বর ২০২০ ১৮:০৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত কারাবন্দি এ বি এম ইউনুস আলী ওরফে ইউনুস মৌলভী (৭৩) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। রোববার (২০ সেপ্টেম্বর) সকালে হাসপাতালের জরুরি বিভাগে তার মৃত্যু হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

কারারক্ষী মো. রেজাউল করিম জানায়, ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ) থেকে অসুস্থ হয়ে পরেছিলেন এ বি এম ইউনুস আলী। পরে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেস।

তিনি আরও জানায়, গত শনিবার বিকালেও কারাগারে অসুস্থ হয়ে পরেন ইউনুস আলী। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। পরে প্রাথমিক চিকিৎসা দিয়ে কারাগারে নিয়ে যাওয়া হয়েছিল।

বিজ্ঞাপন

জানা যায়, মৃত ইউনুস আলীর বাড়ি জামালপুর সদর উপজেলার চানপুর হরিনাকান্দা গ্রামে। বাবার নাম মৃত আব্দুল খালেক। গত ২০১৫ সালে মানবতাবিরোধী মামলায় গ্রেফতার হয়েছিলেন তিনি।

ইউনুস আলী ইউনুস মৌলভী জরুরি বিভাগ মানবতাবিরোধী অপরাধ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর