Tuesday 06 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কালভার্ট ভেঙ্গে পানিবন্দি মেহেরপুরের বসতবাড়ি ও ফসলী জমি


২১ সেপ্টেম্বর ২০২০ ১৯:২৮

মেহেরপুর: মেহেরপুর-কুষ্টিয়া মহাসড়কের গাড়াডোব মাধ্যমিক বিদ্যালয়ের পাশে সড়কের কালভার্ট ভেঙ্গে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় বসতবাড়ি ও ফসলী জমি পানিতে ডুবে গেছে। সড়ক ও জনপদ বিভাগের পক্ষ থেকে রাস্তাটি সংস্কার করা হলেও পানি প্রবাহ স্বাভাবিক হয়নি। ফলে সামান্য বৃষ্টিতেই ব্যাপক ক্ষতির মুখে পড়ে এলাকার মানুষ।

স্থানীয়রা জানান, সড়কের একপাশে বসতবাড়ি, কমিউনিটি ক্লিনিক, গাড়াডোব মাধ্যমিক বিদ্যালয়, একটি কিন্ডারগার্টেন স্কুলসহ অনেক স্থাপনা, অন্যদিকে একটি মাঠ। কালভার্ট ভেঙ্গে যাওয়ায় সড়ক ও জনপদ বিভাগ সাময়িক ব্যবস্থা হিসেবে রাস্তায় ইট ও পিচ দিয়ে গাড়ি চলাচলের উপযোগী করে দেয়। কিন্তু তাতে দীর্ঘমেয়াদি সুফল মেলেনি।

বিজ্ঞাপন

সরেজমিনে দেখা যায়, রাস্তার দক্ষিণ দিকে স্কুলসহ ফসলী জমিতে ব্যাপক পানি জমেছে। ইতোমধ্যে ক্ষতি হয়েছে প্রায় ৫০ বিঘা জমির কলাসহ অন্যান্য ফসল।

এ অবস্থায় দ্রুত কালভার্ট নির্মাণ করে সমস্যার সমাধান করার দাবি কৃষকদের।

ফসল মেহেরপুর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর