Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সমুদ্রসৈকতে আটকা পড়ে ৯০ তিমির মৃত্যু


২২ সেপ্টেম্বর ২০২০ ১৪:২৩

অস্ট্রেলিয়ার তাসমানিয়া দ্বীপের উপকূলে সমুদ্রসৈকতে আটকা পড়া ২৭০টি তিমির মধ্যে অন্তত ৯০টির মৃত্যু হয়েছে। খবর বিবিসি।

এ ব্যাপারে উদ্ধারকারীরা বিবিসিকে জানিয়েছেন, আরও অনেকগুলো তিমি মৃত্যুর পথে রয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।

এর আগে, সোমবার (২১ সেপ্টেম্বর) তাসমানিয়া দ্বীপের পশ্চিম উপকূলে বহু সংখ্যক তিমির আটকা পড়ার ঘটনা প্রকাশ পায়।

বিবিসি জানিয়েছে, ওই পাইলট তিমিগুলোর মধ্যে এখনও যেগুলো বেঁচে আছে তাদের রক্ষার চেষ্টা করছেন জীববিজ্ঞানীরা। সম্পূর্ণ কাজ শেষ হতে কয়েকদিন লেগে যেতে পারে।

তবে, কী কারণে তিমিগুলো তীরে চলে এসেছে তা জানা যায়নি। সৈকতে তিমি চলে আসা ওই এলাকায় সাধারণ ঘটনা হলেও, ২০০৯ সালের পর থেকে এত তিমিকে একসঙ্গে সাগর থেকে উঠে আসতে দেখা যায়নি।

এদিকে, তাসমানিয়ান মেরিটাইম কনসারভেশন প্রোগ্রাম (টিএমসিপি) এর বিজ্ঞানীরা জানিয়েছেন, দ্বীপের ম্যাককুয়েরি হেডস এলাকায় তিনটি দলে তিমিগুলোকে পাওয়া গেছে। দ্বীপের একটি প্রত্যন্ত অন্তরীপের এই এলাকাটিতে যাওয়ার তেমন কোনো রাস্তা নেই এবং জলযানও ওই এলাকায় খুব কম যায়।

সে কারণে, সোমবার (২১ সেপ্টেম্বর) প্রথমে আকাশ থেকে তিমিগুলোকে চিহ্নিত করা হয়। উদ্ধারকারীরা রওনা হয়ে রাতে সেখানে পৌঁছান। সেখানে যেয়ে কয়েকশ তিমি আটকা পড়ে আছে বলে তারা জানান।

অন্যদিকে, মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) থেকে তিমি উদ্ধারের উদ্যোগ শুরু হয়ে গেছে। দিন শেষে পরিস্থিতির পুরো একটি চিত্র পাওয়া যাবে বলে ধারণা করা হচ্ছে।

অস্ট্রেলিয়া তাসমানিয়া তিমি মৃত্যু

বিজ্ঞাপন
সর্বশেষ

চট্টগ্রামে খালে ভাসছিল অর্ধগলিত লাশ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৪:৩৩

বিএসইসি‘র চেয়ারম্যানের পদত্যাগ দাবি
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৩:৫১

সম্পর্কিত খবর