Saturday 19 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সারাদেশে রাস্তা নির্মাণে মাস্টারপ্ল্যান হচ্ছে: অর্থমন্ত্রী


২৩ সেপ্টেম্বর ২০২০ ১৮:৪৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: দেশের রাস্তাঘাট নির্মাণে একটি পরিকল্পিত মাস্টারপ্ল্যান করা হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেন, নতুন রাস্তা করে দেশের ফসলি জমি নষ্ট করে দেওয়া হচ্ছে। ভবিষ্যতে যাতে এ পরিস্থিতিতে পড়তে না হয় সে জন্যই এই পরিকল্পনা।

বুধবার (২৩ সেপ্টেম্বর) অর্থমন্ত্রী আ হ ম মুস্তোফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ভার্চুয়াল বৈঠক শেষে সংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আমরা প্রধানমন্ত্রীর বক্তব্যকে আরও জোরদার ও অর্থবহ করার জন্য সারাদেশে একটি মাস্টারপ্ল্যান তৈরি করা হবে। বর্তমানে দেশে কি পরিমাণ রাস্তা আছে, আর আগামী ১০, ২০ বা ৫০ বছরে কত রাস্তা করতে হবে এ মাস্টারপ্ল্যানে সেগুলো থাকবে। এ মাস্টারপ্ল্যান করার জন্য চলতি কমিটির বৈঠক থেকে ঘোষণা দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

প্রকল্পের অস্বাভাবিক ব্যয় বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এড়িয়ে গিয়ে অর্থমন্ত্রী বলেন, গত একনেক সভায় প্রধানমন্ত্রী অন্য একটা বিষয়ে অবজার্ভেশন রেখেছেন সেটা হচ্ছে আপনারা রাস্তাঘাট তৈরিতে বেশি আগ্রহী। কিন্তু রাস্তাগুলোর কোয়ালিটি মেনটেন করতে হবে। তিনি মেনটেনের দিকে নজর দিতে বলেছেন।

এ বিষয়ে জানতে চাইলে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব নাসিমা বেগম বলেন, মাস্টারপ্ল্যান করার জন্য একটি কমিটি করতে বলা হয়েছে। আমরা দেখি কিভাবে কি করা যায়। মন্ত্রিপরিষদ বিভাগ পুরো সরকারের অ্যাক্টিভিজিটগুলো সমন্বয় করে। তাই এটার দায়িত্ব আমাদের ওপর পড়েছে।

উল্লেখ্য, গতকাল (২২ সেপ্টেম্বর) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অতিরিক্ত রাস্তা নির্মাণ না করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘জমি সুরক্ষা করতে হবে। বেশি রাস্তা নির্মাণ করলে পানি চলাচলও বাধাগ্রস্ত হয়। বাড়ির পাশ দিয়ে রাস্তা নিতে প্রয়োজনের অতিরিক্ত রাস্তা নির্মাণ করা যাবে না। এই ধরনের মানসিকতার বাইরে আসতে হবে।’

অর্থমন্ত্রী টপ নিউজ মাস্টারপ্ল্যান মোস্তফা কামাল রাস্তা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর