Monday 14 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হাসান আল মামুনকে অব্যাহতি, ছাত্র অধিকার পরিষদের তদন্ত কমিটি


২৩ সেপ্টেম্বর ২০২০ ১৯:৫৫ | আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২০ ২২:১৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক ধর্ষণ মামলায় অভিযুক্ত হাসান আল মামুনকে অব্যাহতি দিয়েছে সংগঠনটি। ৪৮ ঘণ্টার মধ্যে তাকে বিস্তারিত জানাতে বলা হয়েছে। পাশাপাশি ঘটনা তদন্তে তিন সদস্যের একটি তদন্ত কমিটিও গঠন করেছে ছাত্র অধিকার পরিষদ।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সংগঠনটির যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ রাশেদ খাঁনের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

তদন্ত কমিটির তিন সদস্য হলেন— সংগঠনটির ঢাবি শাখার সভাপতি বিন ইয়ামিন মোল্লা এবং কেন্দ্রীয় পরিষদের দুই যুগ্ম-আহ্বায়ক তারেক রহমান ও রাফিয়া সুলতানা। কমিটিকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সুপারিশসহ ঘটনার বিস্তারিত তথ্য কেন্দ্রীয় নির্বাহী পরিষদকে জানাতে নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

ছাত্র অধিকার পরিষদের এ সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ছাত্র অধিকার পরিষদ নারী-পুরুষসহ বাংলার গণমানুষের অধিকার আদায়ে সোচ্চার রয়েছে। এ অবস্থায় ঢাবির একজন শিক্ষার্থী ধর্ষণ ও ধর্ষণে সহযোগিতার অভিযোগে সংগঠনের আহ্বায়ক হাসান আল মামুনসহ চার নেতাকর্মীর নামে মামলা করেছে। ছাত্র অধিকার পরিষদ নারী নিপীড়ন ও নিযার্তনের বিরুদ্ধে সবসময় সোচ্চার ভূমিকা পালন করে। সংগঠনের নেতাকর্মীদের নামে মামলার ঘটনাটির সুষ্ঠু তদন্তের স্বার্থে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে রাশেদ খাঁন জানান, এর মাধ্যমে প্রকৃত রহস্য উদঘটিত হবে।

এর আগে, গত রোববার (২০ সেপ্টেম্বর) রাতে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক হাসান আল মামুনকে প্রধান আসামি করে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সদ্য সাবেক ভিপি নুরুল হক নুরসহ মোট ছয় জনের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থী। রাজধানীর লালবাগ থানায় মামলাটি দায়েরের পরদিন ঢাকা কোতোয়ালি থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে আরও একটি মামলা দায়ের করেন তিনি।

ধর্ষণ মামলাকে ‘মিথ্যা’ ও ‘ষড়যন্ত্রমূলক’ আখ্যা দিয়ে সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিক্ষোভ করে ছাত্র অধিকার পরিষদ। বিক্ষোভ থেকে নুরুল হক নুরকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। শরীরিক সমস্যার কারণে সেদিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাকে চিকিৎসাও দেওয়া হয়। পরে দিবাগত রাত পৌনে ১টার দিকে তাকে ছেড়ে দেয় ডিবি।

এদিকে, গতকাল মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর মিরপুরে পুলিশ স্টাফ কলেজে আয়োজিত এক অনুষ্ঠান শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কাছে জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন, নুরের বিরুদ্ধে মামলা হয়েছে। পুলিশ মামলাটি তদন্ত করছে। আমাদের সব নলেজে রয়েছে। যেভাবে অ্যাড্রেস করা দরকার, সেভাবেই পুলিশ তদন্ত করছে। আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

ছাত্র অধিকার পরিষদ টপ নিউজ তদন্ত কমিটি ধর্ষণ মামলা নুরুল হক নুর ভিপি নুর হাসান আল মামুন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর