Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দিল্লি সহিংসতা: চার্জশিটে কংগ্রেসের সালমান খুরশিদের নাম


২৪ সেপ্টেম্বর ২০২০ ১৫:১২

দিল্লি সহিংসতার ঘটনায় পুলিশের দেওয়া ১৭ হাজার পাতার চার্জশিটে কংগ্রেসের বর্ষীয়ান নেতা এবং সাবেক কেন্দ্রীয় মন্ত্রী সালমান খুরশিদের নাম রয়েছে। খবর এনডিটিভি।

এদিকে, একজন প্রত্যক্ষদর্শীর বক্তব্যের ভিত্তিতে পুলিশ বলছে – উমর খালিদ, সালমান খুরশিদ এবং নাদিম খানের মতো নেতাদের দেওয়া উস্কানিমূলক বক্তব্যের কারণে দিল্ল সহিংসতায় ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

প্রত্যক্ষদর্শীর ওই বক্তব্য ১৬৪ ধারায় ম্যাজিস্ট্রেটের কাছে রেকর্ড করানো হয়েছে। তবে, কী ধরনের উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন সালমান খুরশিদ বা অভিযুক্তরা – তা স্পষ্ট করে কিছু বলা হয়নি।

এ ব্যাপারে ৬৭ বছর বয়সী কংগ্রেস নেতা সালমান খুরশিদ এনডিটিভিকে জানিয়েছেন, পুলিশ স্বাক্ষঈকে দিয়ে জোরপূর্বক তার বিরুদ্ধে মিথ্যা বক্তব্য দিয়ে নিয়েছে। এখন সেই আবর্জনাগুলোকে একত্র করে তার বিরুদ্ধে প্রমাণ হিসেবে দেখানো হয়েছে।

অন্যদিকে, দিল্লি সহিংসতার ঘটনায় এখন পর্যন্ত যাদের নাম পুলিশের চার্জশিটে অন্তর্ভুক্ত করা হয়েছে তাদের মধ্যে সবচেয়ে হাই প্রোফাইল হলেন কংগ্রেসের সালমান খুরশিদ।

এর আগে, দিল্লি সহিংসতায় এ বছরের ফেব্রুয়ারিতে অন্তত ৫৪ জনের মৃত্যু হয়েছিল।

কংগ্রেস নেতা চার্জশিট টপ নিউজ দিল্লি সহিংসতা সালমান খুরশিদ


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর