‘নির্বাচন নয়, বাণিজ্য করেছে বিএনপির হাবিব’
২৬ সেপ্টেম্বর ২০২০ ১৯:৪৯
ঢাকা: আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল বলেছেন, পাবনা-৪ আসনে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন হয়েছে। বিএনপির প্রার্থী নির্বাচন বাতিল ও পুনঃনির্বাচনের দাবি করে ঈশ্বরদী-আটঘরিয়ার মানুষের সঙ্গে উপহাস করেছে। আসলে হাবিব নির্বাচনের নামে বাণিজ্য করেছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) ভোটগ্রহণ শেষে মুঠোফানে সারাবাংলাকে এসব কথা বলেন তিনি। তার আগে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী হাবিবুর রহমান হাবিবের নির্বাচন বয়কট করে মিথ্যাচারের জবাবে পাবনা প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলন করেন এস এম কামাল।
এস এম কামাল বলেন, ‘হাবিব নির্বাচনের নামে বাণিজ্য করেছে। তিনি কোনো মানুষের কাছে ভোট চাইতে যাননি। তিনি কয়েকদিন ঘরে বসে থেকে সাংবাদিক ডেকে বিভিন্ন মন্তব্য করে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্ঠা করেছেন। অবেশেষে আটঘরিয়া-ঈশ্বরদীর মানুষের কাছে প্রমাণিত হয়েছে, এই এলাকার সাংবাদিকরাও বুঝেছেন যে, হাবিব নির্বাচন করতে আসেনি। নির্বাচনের মাধ্যমে বাণিজ্য করতে এসেছেন এবং নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে এসেছেন।’
এসএম কামাল বলেন, ‘ঈশ্বরদী-আটঘরিয়ায় আসনের নির্বাচন সুষ্ঠু হয়েছে। নির্বাচনে কোথাও কোনো সংঘাত হয়নি। বিন্দুমাত্র কোথাও কোনো রকমের বিশৃঙ্খলার সৃষ্টি হয়নি। হাবিব নির্বাচন থেকে সরে দাঁড়ানোর পথ খুঁজেছে। আমরা মনে করি, রাতের অন্ধকারে আওয়ামী লীগ অফিসে যে হামলা হয়েছে, হাবিবের লোকেরাই এই হামলা করেছে। কারণ হাবিব আওয়ামী লীগের ওপর দোষ দিয়ে নির্বাচন থেকে সরে যাওয়ার পথ খুঁজছিল।’
আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, ‘আমাদের নেতাকর্মীরা কোথাও হাবিবের কোনো প্রচার কাজে বাধা দেয়নি। কোন পোস্টার ছেঁড়েনি। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে এখানে নির্বাচন হয়েছে। বিএনপি যে উদ্দেশ্যে নির্বাচনে গিয়েছে, সেই উদ্দেশ্য খুব একটা বাস্তবায়ন করতে পারেনি। বিএনপি মনে করেছিল যে, নির্বাচনে গেলে আওয়ামী লীগ বাধা দেবে। কিন্তু আজ পর্যন্ত আওয়ামী লীগ তাদের কোনো কাজে বাধা দেয়নি। আমরা মনে করি, বিএনপি আনুষ্ঠানিকতার জন্য নির্বাচনে গিয়েছে, কোনো প্রতিদ্বন্দ্বিতামূলকভাবে অংশগ্রহণ করার জন্য নির্বাচনে যায়নি। কারণ, বিএনপির কাছে থেকে মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে।
উল্লেখ্য, শনিবার নানা অনিয়মের অভিযোগ এনে পাবনা-৪ আসনের উপনির্বাচন বর্জন করে ভোটগ্রহণ বাতিলের দাবি জানান বিএনপি প্রার্থী হাবিবুর রহমান হাবিব। নির্বাচনে ‘কারচুপি’র প্রতিবাদে তিনি নিজেও ভোট দেননি। সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলু মারা যাওয়ায় পাবনা-৪ (আটঘরিয়া-ঈশ্বরদী) আসন শূন্য ঘোষণা করা হয়। গত ২ এপ্রিল তিনি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। ১৯৯৬ সাল থেকে টানা ২৫ বছর আসনটি রয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগের দখলে। এ উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাস এবং বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী হাবিবুর রহমান হাবিব। এছাড়া জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী রেজাউল করিম খোকন।
আওয়ামী লীগ এস এম কামাল নুরুজ্জামান বিশ্বাস পাবনা-৪ উপনির্বাচন বিএনপি সাংগঠিনক সম্পাদক হাবিবুর রহমান হাবিব