করোনায় মারা গেলেন চবির সাবেক উপাচার্য
২৬ সেপ্টেম্বর ২০২০ ২৩:৪৬
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সাবেক উপাচার্য অধ্যাপক এ জে এম নূরুদ্দীন চৌধুরী করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স ৭৫ বছর।
শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে চবির এই সাবেক উপাচার্য শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক এস এম মনিরুল হাসান সারাবাংলাকে তার মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।
অধ্যাপক মনিরুল হাসান বলেন, অধ্যাপক নূরুদ্দীন চৌধুরী করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন। ঢাকার ইউনাইটেড হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন।
অধ্যাপক এ জে এম নূরুদ্দিন চৌধুরী ২০০২ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত চবি উপাচার্যের দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি মার্কেটিং বিভাগের প্রথম বিভাগীয় সভাপতি ও হলের প্রাধ্যক্ষ হিসেবে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
অধ্যাপক এ জে এম নূরুদ্দীন চৌধুরী অধ্যাপক নূরুদ্দীন চৌধুরী করোনাভাইরাস করোনায় আক্রান্ত করোনায় মৃত্যু সাবেক চবি উপাচার্য