Friday 18 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দাম্মাম রুটে ফ্লাইট চলাচলের অনুমতি চেয়ে সৌদিকে অনুরোধ


২৭ সেপ্টেম্বর ২০২০ ২২:১১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ড. এ. কে. আব্দুল মোমেন, ফাইল ছবি

ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন করোনা মহামারির কারণে আটকেপড়া সৌদি প্রবাসী বাংলাদেশিদের সে দেশে ফেরত যাওয়ার সুবিধার্থে প্রয়োজনীয় ফ্লাইট সংখ্যা বাড়ানোর জন্য সৌদি আরবকে অনুরোধ করেন। বিশেষ করে দাম্মাম রুটে ফ্লাইট চলাচলের অনুমতি চেয়ে সৌদি আরবকে অনুরোধ করেছেন পররাষ্ট্রমন্ত্রী।

রোববার (২৭ সেপ্টেম্বর) সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদের সঙ্গে ফোনালাপে মন্ত্রী এই অনুরোধ করেন। পররাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে।

মন্ত্রণালয় বলেছে, ফোনালাপের সময় ড. মোমেন ইকামার মেয়াদ বৃদ্ধি ও ভিসা প্রদানে সৌদি আরবের সিদ্ধান্তকে স্বাগত জানান। বিমান বাংলাদেশ ফ্লাইট চলাচলে অনুমতি দেওয়ায় সৌদি পররাষ্ট্রমন্ত্রীকে তিনি ধন্যবাদ জানান।

বিজ্ঞাপন

একইসঙ্গে দাম্মাম রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট চলাচলের অনুমতি প্রদানের জন্য সৌদি পররাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ জানান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। বর্তমানে রিয়াদ, মদিনা ও জেদ্দায় বাংলাদেশ বিমান চলাচলের অনুমতি দেওয়া হয়েছে।

করোনা টপ নিউজ সৌদি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর