সাহেদের যাবজ্জীবন কারাদণ্ড
২৮ সেপ্টেম্বর ২০২০ ১৪:১০
ঢাকা: রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মো. সাহেদ ওরফে সাহেদ করিমের বিরুদ্ধে দায়ের হওয়া অস্ত্র মামলায় যাবজ্জীবন কারাদণ্ডের রায় ঘোষণা করেছেন আদালত। সোমবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে এক নম্বর স্পেশাল ট্রাইব্যুনালের বিচারক কে এম ইমরুল কায়েশ এ রায় ঘোষণা করেন।
বিচারক অস্ত্র আইনের ‘১৯ এ’ ধারায় সাহেদকে যাবজ্জীবন ও ‘১৯ এফ’ ধারায় ৭ বছরের কারাদণ্ড দেন। দু’টি সাজাই একইসঙ্গে চলবে। রায় ঘোষণা উপলক্ষে সাহেদ করিমকে কারাগার থেকে আদালতে আনা হয়েছিল। রায় ঘোষণা শেষে তাকে সাজা পরোয়ানা দিয়ে ফের কারাগারে পাঠানো হয়েছে।
গত ২০ সেপ্টেম্বর ঢাকার এক নম্বর স্পেশাল ট্রাইব্যুনালের বিচারক কেএম ইমরুল কায়েশ রাষ্ট্রপক্ষ এবং আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের জন্য এ তারিখ ঠিক করেছিলেন।
‘সাহেদের মতো ভদ্রবেশী অপরাধীদের জন্য এই রায় বার্তা হয়ে থাকবে’
গত ১৫ সেপ্টেম্বর মামলাটির সাক্ষ্য গ্রহণ শেষ হয়। মামলাটিতে ১৪ জন সাক্ষীর মধ্যে ১১জনের সাক্ষ্যগ্রহণ শেষ করেন আদালত। এরপর আত্মপক্ষ সমর্থনে নিজেকে নির্দোষ দাবি করেন সাহেদ।
এর আগে, গত ২৭ আগস্ট ঢাকা মহানগর দায়রা জজের বিচারক এ মামলার চার্জ গঠনের আদেশ দেন। গত ৩০ জুলাই আদালতে চার্জশিট জমা দেন ডিবি পুলিশের পরিদর্শক মো. শায়রুল। এরপর গত ১৩ আগস্ট ঢাকার চিফ ম্যাট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামলাটি বিচারের জন্য মহানগর দায়রা জজ আদালতে বদলির আদেশ দেন।
উল্লেখ্য, গত ৬ জুলাই রাজধানীর উত্তরায় রিজেন্ট হাসপাতালে অভিযান চালায় র্যাব। অভিযানের শেষে গত ৭ জুলাই হাসপাতালের উত্তরা ও মিরপুরের শাখা দু’টি সিলগালা করে সাহেদসহ ১৭ জনের বিরুদ্ধে মামলা করেন র্যাব। গত ১৫ জুলাই ভোরে রাত অবৈধ অস্ত্রসহ সাহেদকে সাতক্ষীরা সীমান্ত এলাকা থেকে আটক করে র্যাব।