ন্যায়বিচার পাইনি: সাহেদ
২৮ সেপ্টেম্বর ২০২০ ১৫:১৩
ঢাকা: অস্ত্র মামলায় রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মো. সাহেদ ওরফে সাহেদ করিমের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। গুলি উদ্ধারের ঘটনায় তাকে আরও সাত বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। তবে রায় ঘোষণার পর সাংবাদিকদের সাহেদ জানিয়েছেন, তিনি ন্যায়বিচার পাননি।
সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে রায় ঘোষণার পর সরাসরি সাহেদকে প্রিজন ভ্যানে নিয়ে যাওয়া হয়। তখন সাংবাদিকদের প্রশ্নের জবাবে সাহেদ বলেন, ‘আমি ঘটনার সাথে জড়িত না। ন্যায়বিচার পাইনি। রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবো।’
সাহেদের যাবজ্জীবন কারাদণ্ড
এর আগে, ঢাকার এক নম্বর স্পেশাল ট্রাইব্যুনালের বিচারক কে এম ইমরুল কায়েশ অস্ত্র আইনের ‘১৯ এ’ ধারায় সাহেদকে যাবজ্জীবন ও ‘১৯ এফ’ ধারায় ৭ বছরের কারাদণ্ড দেন। দু’টি সাজাই একইসঙ্গে চলবে। রায় ঘোষণা উপলক্ষে সাহেদ করিমকে কারাগার থেকে আদালতে আনা হয়েছিল। রায় ঘোষণা শেষে তাকে সাজা পরোয়ানা দিয়ে ফের কারাগারে পাঠানো হয়েছে।
গত ২০ সেপ্টেম্বর ঢাকার এক নম্বর স্পেশাল ট্রাইব্যুনালের বিচারক কেএম ইমরুল কায়েশ রাষ্ট্রপক্ষ এবং আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের জন্য এ তারিখ ঠিক করেছিলেন।
আরও পড়ুন
‘সাহেদের মতো ভদ্রবেশী অপরাধীদের জন্য এই রায় বার্তা হয়ে থাকবে’