Saturday 05 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারতে অ্যামেনস্টি’র কার্যক্রম বন্ধ ঘোষণা


২৯ সেপ্টেম্বর ২০২০ ১২:৫৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এক সরকারি অভিযানের পর, ভারতে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামেনস্টি ইন্টারন্যাশনালের ব্যাংক হিসাব ফ্রিজ করে রাখার সূত্র ধরে দেশটিতে সকল কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে সংস্থাটি। খবর এনডিটিভি।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) প্রকাশিত এক বিবৃতিতে অ্যামেনস্টি ইন্টারন্যাশনালের ভারপ্রাপ্ত মহাসচিব জুলি বারহার জানিয়েছেন, ভারতের সুশীল সমাজের জন্য ভয়ের সংস্কৃতি তৈরি করার লক্ষ্যে সরকারি কারসাজি হিসেবে অ্যামেনস্টি’র ব্যাংক হিসাব ফ্রিজ করে রাখা হয়েছে।

উদ্ভূত পরিস্থিতিতে অর্থাভাবে সংস্থাটি তাদের কর্মীদের পাওনা পরিশোধ, গবেষণা কার্যক্রম পরিচালনা এবং ভুক্তভোগীদের পাশে আইনি সহায়তা নিয়ে দাঁড়াতে পারছে না – তাই অ্যামেনস্টি ইন্ডিয়া’র সকল কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে – বলে জানিয়েছেন অ্যামেনস্টি’র মহাসচিব।

বিজ্ঞাপন

এ ব্যাপারে ভারত সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, অ্যামেনস্টি বৈদেশিক অর্থয়ানে পরিচালিত একটি সংস্থা, তাই অবশ্যই বৈদেশিক অর্থায়ন আইনের অধীনে সংস্থাটিকে নিবন্ধন করতে হবে। তার আগ পর্যন্ত, দেশটির স্কল ব্যাংক হিসাব ফ্রিজ থাকবে।

অ্যামেনস্টি ইন্টারন্যাশনাল টপ নিউজ ব্যাংক হিসাব ফ্রিজ ভারত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর