বিশ্ব হার্ট দিবসে ল্যাবএইডের বিশেষ উদ্যোগ
২৯ সেপ্টেম্বর ২০২০ ১৮:০৭
বিশ্ব হার্ট দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা কিংবা অতি দরিদ্রদের মধ্য থেকে পাঁচ জনকে বিনামূল্যে ওপেন হার্ট সার্জারি কিংবা এনজিওগ্রাম করিয়ে দিচ্ছে ল্যাবএইড। এছাড়া হার্ট দিবসে হাসপাতালের ইনডোর ও আউটডোরের সব হৃদরোগীদের জন্য বিশেষ উপহারের ব্যবস্থা রাখা হয়েছে। দিবসটি উপলক্ষে ল্যাব এইড হাসপাতালে আলোকসজ্জারও আয়োজন করা হয়েছে।
‘হৃদয় দিয়ে রুখব হৃদরোগ’ প্রতিপাদ্যকে সামনে রেখে প্রতিবছরের মতো এ বছরও আজ ২৯ সেপ্টেম্বর বিশ্বব্যাপী পালিত হচ্ছে বিশ্ব হার্ট দিবস। এই দিবসকে ঘিরে নিজেদের আয়োজনের কথা এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে ল্যাবএইড কর্তৃপক্ষ।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, এর আগে, এই দিবসকে সামনে রেখে সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে ল্যাবএইড হাসপাতালে এক ওয়েবিনারের আয়োজন করা হয়। ডা. মাহবুবুল ইসলামের সঞ্চালনায় ওয়েবিনারে বক্তা হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. আব্দুজ জাহের, ডা. মাহবুবুর রহমান, ডা. এ পি এম সোহরাবুজ্জামান। ওয়েবিনারে আরও বক্তব্য রাখেন ব্রিগেডয়িার জেনারেল ডা. খান মো. আসাদুল্লাহ হেল গালিব ও সাংবাদিক মাসুদ কামাল।
ওয়েবিনারে অধ্যাপক ডা. আব্দুস জাহের বলেন, অতিরিক্ত ওজন আর অনিয়ন্ত্রিত জীবনযাপন হৃদরোগের অন্যতম প্রধান কারণ। হৃদরোগের লক্ষণ দেখার সঙ্গে সঙ্গে চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শও দেন তিনি।
ডা. মাহবুবুর রহমান বলেন, হৃদরোগে তামাকের ভূমিকা মুখ্য। তাই হাসপাতালে ধূমপায়ীদের কোনো ধরনের বিশেষ সুবিধা না দেওয়ার কথা বলেন।
সাংবাদিক মাসুদ কামাল তার বক্তব্যে বলেন, কোনো ধূমপায়ী রোগী যদি দীর্ঘ একবছর ধূমপান ত্যাগ করেন এবং তার স্ত্রী বা পরিবারের সদস্য তা নিশ্চিত করেন, তবে এমন ব্যক্তিদের হাসপাতালের পক্ষ থেকে পুরস্কৃত করা যেতে পারে।
করোনার কারণে হৃদরোগের চিকিৎসায় অবহেলা না করার বা ভীত না হওয়ার পরামর্শ দিয়ে ওয়েবিনারের সমাপ্তি ঘোষণা করেন সঞ্চালক ডা. মাহবুবুল ইসলাম।
এনজিওগ্রাম ওপেন হার্ট সার্জারি বিনামূল্যে চিকিৎসা বিশ্ব হার্ট দিবস ল্যাবএইড