ডিবি পরিচয়ে ডাকাতি ৩ জন রিমান্ডে
২৯ সেপ্টেম্বর ২০২০ ১৮:৪৯
ঢাকা: গোয়েন্দা (ডিবি) পুলিশ পরিচয়ে দিয়ে ডাকাতির অভিযোগে ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনের মামলায় চক্রের মূলহোতাসহ তিন জনের একদিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) মামলাটির তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ি থানার এসআই গাজী যুবরাজ হোসেন তিন আসামিকে আদালতে হাজির করেন।
এরপর ডাকাতির প্রস্তুতির মামলায় ও অস্ত্র আইনের মামলায় প্রত্যেকের সাত দিন করে ১৪ দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিনুর রহমান এ আদেশ দেন।
এদিন বিচারক ডাকাতির প্রস্তুতির মামলায় প্রত্যেকের একদিন করে রিমান্ড মঞ্জুর করেন। অস্ত্র আইনের মামলায় আগামী ১ অক্টোবর রিমান্ড শুনানির তারিখ ধার্য করেন আদালত।
রিমান্ডে যাওয়া আসামিরা হলেন- বারেক (৩৭), আবুল কাশেম ওরফে জীবন ব্যাপারী (৫৬) ও স্বপন আকন্দ (৪০)।
গত ২৮ সেপেটম্বর রাতে রাজধানীর যাত্রাবাড়ী কাজলা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার করার সময় তাদের কাছ থেকে একটি পিস্তল, এক রাউন্ড পিস্তলের কার্তুজ, একটি ডিবি লেখা জ্যাকেট ও একটি ওয়্যারলেস জব্দ করা হয়।