Thursday 03 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হাইকোর্ট থেকে বিদায় নিচ্ছেন বিচারপতি মো. এমদাদুল হক


২৯ সেপ্টেম্বর ২০২০ ১৯:৪৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. এমদাদুল হক তার বিচারিক জীবন সম্পন্ন করে আগামীকাল অবসরে যাচ্ছেন। এ উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে তাকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হবে।

সংবিধান অনুসারে একজন বিচারপতি ৬৭ বছর পূর্ণ হলে তিনি অবসরে যাবেন। সে হিসেবে বিচারপতি মো. এমদাদুল হকের ৩০ সেপ্টেম্বর তার শেষ কর্ম দিবস। এদিন তিনি অবসরে যাচ্ছেন।

বিচারপতি মো. এমদাদুল হকের জীবনী থেকে জানা যায়, তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে উচ্চ শিক্ষা গ্রহণের পর ১৯৭৮ সালের ২০ নভেম্বর মুন্সেফ (সহকারী জজ) হিসেবে বিচার বিভাগে নিয়োগ পেয়েছিলেন।

এরপর ১৯৯৫ সালে পদোন্নতি পেয়ে জেলা ও দায়রা জজ হন। পরবর্তীকালে ২০০৪ সালের ২৩ আগস্ট হাইকোর্টে অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পান। দুই বছর পরে ২০০৬ সালের ২৩ আগস্ট তিনি স্থায়ী হন।

বিজ্ঞাপন

তিনি বিশ্বের বিভিন্ন দেশ সফর করেছেন।

অবসর বিচারপতি হাইকোর্ট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর