Monday 07 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রৌমারীতে হত্যা মামলার আসামির মৃত্যুদণ্ড


৩০ সেপ্টেম্বর ২০২০ ০১:৪৩ | আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২০ ০২:২৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুড়িগ্রাম: কুড়িগ্রামের রৌমারীতে জমিজমা নিয়ে বিরোধের জের ধরে লাইলী খাতুন নামে এক নারীকে হত্যার অভিযোগে আব্দুস সাত্তার নামে একজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২৯ সে‌প্টেম্বর) জেলা ও দায়রা জজ আব্দুল মান্নান এ আদেশ দেন। পাব‌লিক প্রসি‌কিউটর (‌পি‌পি) আব্রাহাম লিংকন এ তথ‌্য নি‌শ্চিত ক‌রে‌ছেন।

মামলার এজাহার সূ‌ত্রে জানা যায়, ২০১০ সা‌লের ৮ নভেম্বর বিকেলে রৌমারীর যাদুরচরে বিরোধপূর্ণ জমিতে ধান কাটাকে কেন্দ্র করে সামছুল হকের স্ত্রী লাইলী খাতুনকে আব্দুস ছাত্তার ও তার সহযোগীরা লোহার শাবল দিয়ে আঘাত করেন। পরে হাসপাতালে নেওয়ার পর রাতে লাইলী মারা যান।

বিজ্ঞাপন

এ ঘটনায় লাইলী খাতুনের স্বামী সামছুল হক বাদী হ‌য়ে রৌমারী থানায় আব্দুস ছাত্তার বিরুদ্ধে হত‌্যা মামলা দা‌য়ের ক‌রেন। মামলায় রাষ্ট্রপ‌ক্ষে ছি‌লেন অ্যাডভোকেট আব্রাহাম লিংকন। আসা‌মিপ‌ক্ষে আইনজীবী ছি‌লেন অ্যাডভোকেট আমির উদ্দিন।

জমি নিয়ে বিরোধ মৃত্যুদণ্ড হত্যা হত্যা মামলার আসামি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর