Thursday 05 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শেষ পর্যন্ত মাঠে থাকার ঘোষণা সালাহউদ্দিনের


৩০ সেপ্টেম্বর ২০২০ ২১:২৭ | আপডেট: ১ অক্টোবর ২০২০ ০১:৫৯

ঢাকা: প্রতিপক্ষের ভয়ভীতি ও হামলা-মামলা উপেক্ষা করে শেষ পর্যন্ত মাঠে থাকার ঘোষণা দিয়েছেন ঢাকা-৫ আসনে বিএনপির প্রার্থী সালাহউদ্দিন আহমেদ।

বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত জরুরি এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘নির্বাচনের তারিখ ঘোষণা করার পর থেকে আওয়ামী লীগের প্রার্থী গাড়িবহর নিয়ে প্রচারণা শুরু করেছেন। আমি নির্বাচন কমিশনে এ বিষয়ে অভিযোগ দিলেও তারা আমলে নেয়নি। আমরা শান্তিপূর্ণভাবে যাত্রাবাড়ী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ থেকে সভা করার মধ্য দিয়ে নির্বাচনি প্রাচরণা শুরু করেছি। কিন্তু আমাদের প্রচারণায় সন্ত্রাসী হামলা চালানো হচ্ছে। যতই হামলা চালানো হোক, আমরা মাঠে আছি, থাকব। ঘরে ফিরে যাব না। শেষ রক্তবিন্দু দিয়ে হলেও মাঠে থাকব।’

সালাহউদ্দিন আহমেদ বলেন, আজ সকাল ১১টায় সায়দাবাদ আর কে চৌধুরী ডিগ্রি কলেজের সামনে পূর্বঘোষিত গণসংযোগ কর্মসূচি ছিল। গতকালই আমরা পুলিশ প্রশাসনকে এ বিষয়ে অবহিত করেছি। কিন্তু আজ পুলিশ প্রশাসনের সামনেই হামলা হয়েছে। স্থানীয় কাউন্সিলর আবুল কালাম অনুর নেতৃত্ব এ হামলা চালানো হয়। আমাদের ওপর বারবার  আওয়ামী লীগের প্রার্থী কাজী মনিরুল ইসলাম মনু এবং আওয়ামী লীগ নেতা হারুন আর রশিদের নেতৃত্বে হামলা চালানো হচ্ছে। এভাবে আমাদেরকে নির্বাচনে থেকে দূরে রাখা যাবে না। আমরা জনগণের কাছে যাব। শেষ পর্যন্ত মাঠে থাকব।’

নির্বাচন কমিশনকে পরিবেশ তৈরির আহ্বান জানিয়ে সালাহউদ্দিন বলেন, ‘এর ব্যত্যয় ঘটলে এখান থেকেই সরকার পতনের আন্দোলন শুরু হবে। আবার যদি হামলা হয়, জনগণ রুখে দাঁড়াবে।’

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘শেখ হাসিনা ক্ষমতায় থাকলে সুষ্ঠু নির্বাচন হবে— এটা অলীক কল্পনা। এটা আশা করা যায় না। নির্বাচন কমিশন তো স্বীকারই করেই নিয়েছে— রাতে নির্বাচন হয়। এবার আর হবে না। আসলে নির্বাচন কমিশন পাপের প্রতিষ্ঠানে পরিণত করেছে।’

সরকারের সময় শেষ হয়ে আসছে মন্তব্য করে তিনি বলেন, ‘সুষ্ঠু নির্বাচন হলে জনগণ হুড়মুড় করে আসবে। ধানের শীষের পক্ষে জনস্রোত তৈরি হবে। আর আওয়ামী লীগ লেজ গুটিয়ে পালাবে।’

সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ও দলের যুগ্ম মহাসচিব হাবীব-উন-নবী খান সোহেল বলেন, ‘ভোট দিয়েছে ধানের শীষে, চলে গেছে নৌকায়। বিগত প্রতিটি নির্বাচনে এমনটা হয়েছে। নির্বাচনে প্রচারণায় বাধা ও হামলা করা হচ্ছে।’

নির্বাচন কমিশনের উদ্দেশ্যে তিনি বলেন, ‘তামাশার নির্বাচন থেকে সরে আসুন, সুষ্ঠু নির্বাচন না দিতে পারলে সরে দাঁড়ান। ভোটের অধিকার ফিরিয়ে না আনা পর্যন্ত  আমরা লড়াই চালিয়ে যাব। মাঠে আছি, থাকব।’

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা অধ্যক্ষ সেলিম ভূইয়া, আবদুস সালাম আজাদ, তানভীর আহমদে রবিনসহ অন্যরা।

ঢাকা-৫ ঢাকা-৫ উপনির্বাচন নির্বাচনি প্রচারণা বিএনপি প্রার্থী সংবাদ সম্মেলন সালাহউদ্দিন আহমেদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর