Tuesday 08 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাহাউদ্দিন নাছিমের মা আর নেই


২ অক্টোবর ২০২০ ১২:৫৮ | আপডেট: ২ অক্টোবর ২০২০ ১৩:১৭

ঢাকা: আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিমের মা কাজী নূরজাহান বেগম মারা গেছেন। তিনি করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত ছিলেন। তার মৃত্যুতে শোক জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

কাজী নূরজাহান বেগম করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন ছিলেন। শুক্রবার (২ অক্টোবর) সকাল ৭টায় হার্ট অ্যাটাক হলে তাকে আর বাঁচিয়ে রাখা যায়নি।

বিজ্ঞাপন

নূরজাহান বেগমের বয়স হয়েছিল ৮১ বছর। তিনি ৬ ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। মাদারীপুর নিজ বাড়িতে বাদ আছর জানাজা শেষে কাজী নূরজাহান বেগমের দাফন সম্পন্ন হবে।

কাজী নুরজাহান বেগমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।

করোনায় আক্রান্ত কাজী নূরজাহান বেগম টপ নিউজ বাহাউদ্দিন নাছিম বাহাউদ্দিন নাছিমের মা হৃদরোগ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর