Thursday 17 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আক্কেলপুরে জমি নিয়ে বিরোধে যুবকের মৃত্যু, দুই নারীসহ আটক ৩


২ অক্টোবর ২০২০ ১৬:৪৭

জয়পুরহাট: জেলার আক্কেলপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় জুয়েল মন্ডল (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। নিহতের বাড়ি উপজেলার কানুপুর হালির মোড় গ্রামে। এ ঘটনায় পুলিশ দুই নারীসহ তিন জনকে আটক করেছে।

আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল লতিফ খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ওসি আব্দুল লতিফ খান জানান, শুক্রবার (২ অক্টোবর) সকাল দশটার দিকে উপজেলার কানুপুর হালির মোড় এলাকায় মাত্র একশতক জমির দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষ বাধে। এ সময় বাধা দিতে গিয়ে সময় প্রতিপক্ষের আঘাতে জুয়েল ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

বিজ্ঞাপন

পরে ময়নাতদন্তের জন্য মরদেহ জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ নিহতের প্রতিপক্ষ ওই গ্রামের আলিম হোসেন ও তার স্ত্রী শিরিন আক্তার এবং তাদের স্বজন মারুফা বেগমকে আটক করে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আক্কেলপুরে জমিজমা সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলা

বিজ্ঞাপন

জলকেলিতে মাতোয়ারা পাহাড়িরা
১৭ এপ্রিল ২০২৫ ০০:৩১

আরো

সম্পর্কিত খবর