আ.লীগ-বিএনপিকে দেশের মানুষ আর দেখতে চায় না: জাপা মহাসচিব
৩ অক্টোবর ২০২০ ১৬:৫৭
ঢাকা: জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু বলেন, ‘রাষ্ট্র ক্ষমতার পালাবদলে আওয়ামী লীগ ও বিএনপিকে দেশের মানুষ আর দেখতে চায় না। দেশের মানুষ জাতীয় পার্টিকে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায়।’
শনিবার (৩ অক্টোবর) জাতীয় পার্টি বনানী কার্যালয়ে আয়োজিত এক সভায় জাতীয় পার্টির মহাসচিব এসব কথা বলেন। বিভিন্ন রাজনৈতিক দলের কয়েকশো’ নেতাকর্মীর জাতীয় স্বেচ্ছাসেবক পার্টিতে যোগদান উপলক্ষে এই আয়োজন করা হয়। এসময় দলকে আরও শক্তিশালী করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান জাতীয় পার্টির মহাসচিব।
জাতীয় পার্টির মহাসচিব বলেন, ‘হুসেইন মুহম্মদ এরশাদের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে জাতীয় পার্টি দূর্বার বেগে এগিয়ে যাচ্ছে। জাতীয় পার্টি দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণে একমাত্র আস্থার শক্তি। আগামী দিনের রাজনীতির মাঠে দুর্ভেদ্য রাজনৈতিক শক্তি হিসেবে আবির্ভূত হবে জাতীয় পার্টি।’
‘জাপা সম্ভাবনাময়, আ.লীগ সমালোচিত, বিএনপি অনিশ্চিত’
যোগদান অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- জাতীয় পার্টির কো-চেয়ারম্যান মুজিবুল হক চুন্নু, যুগ্ম মহাসচিব ও জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সাধারণ সম্পাদক মো. বেলাল হোসেন, সাংগঠনিক সম্পাদক এনাম জয়নাল আবেদীন, দফতর সম্পাদক সুলতান মাহমুদসহ অন্যরা।
পরে একই মিলনায়তনে জাতীয় পার্টি ঢাকা বিভাগীয় অতিরিক্ত মহাসচিব ও প্রেসিডিয়াম সদস্য লিয়াকত হোসেন খোকার সভাপতিতে জাতীয় পার্টি ঢাকা বিভাগীয় প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়। সভায় ঢাকা বিভাগের ১৩ জেলার সভাপতি ও সাধারণ সম্পাদকরা সংগঠনকে আরও শক্তিশালী করতে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
আওয়ামী লীগ জাতীয় পার্টি জিয়াউদ্দিন আহমেদ বাবলু রাষ্ট্র ক্ষমতা