Tuesday 08 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঝড় অ্যালেক্স’র প্রভাবে ফ্রান্স-ইতালিতে ভয়াবহ বন্যা


৪ অক্টোবর ২০২০ ১৩:০৬ | আপডেট: ৪ অক্টোবর ২০২০ ১৩:৩৬

শক্তিশালী ঝড় অ্যালেক্স’র প্রভাবে ফ্রান্সের দক্ষিণাঞ্চল এবং ইতালির উত্তর-পশ্চিমাঞ্চলে ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। খবর বিবিসি।

রোববার (৪ অক্টোবর) পর্যন্ত ওই ঝড়ে অন্তত দুই জনের মৃত্যু হয়েছে। এছাড়াও নিখোঁজ রয়েছেন আরও ২৫ জন।

এ ব্যাপারে ফ্রান্সের দক্ষিণাঞ্চলীয় শহর নিসের মেয়র ক্রিশ্চিয়ান এসট্রোসি বিবিসিকে বলেছেন, এ রকম ভয়াবহ বন্যা স্মরণকালে আর কখনও দেখা যায়নি।

এদিকে, ইতালিতে ঝড় অ্যালেক্স’র প্রভাবে সৃষ্টি হওয়া মৌসুমী বৃষ্টি এবং দমকা হাওয়ায় রাস্তা-ঘাট, ব্রিজ-কালভার্ট ভাসিয়ে নিয়ে গেছে। কয়েকটি নদী বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে – বলে বিবিসি’র প্রতিবেদনে জানানো হয়েছে।

পাশাপাশি, লাম্বারডি এবং লিগুরিয়া রাজ্যাধীন যোগাযোগবিচ্ছিন্ন ওই বন্যা উপদ্রুত অঞ্চলগুলোতে কয়েকশ উদ্ধারকর্মীকে পাঠানো হয়েছে বলে জানিয়েছে ইতালির কর্তৃপক্ষ।

অন্যদিকে, ফ্রান্সের আবহাওয়া দফতর জানিয়েছে ঝড় অ্যালেক্স’র প্রভাবে ফ্রান্সের কিছু কিছু অঞ্চলে ২৪ ঘণ্টায় গড়ে ৪৫০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে।

ইতালি ঝড় অ্যালেক্স ফ্রান্স বন্যা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর