আরও চারদিন বৃষ্টি সতর্কতা
৪ অক্টোবর ২০২০ ১৩:৫১
ঢাকা: মৌসুমি বায়ু ও লঘুচাপের প্রভাবে গত কয়েকদিন ধরে দেশের প্রায় সব জেলাতে বৃষ্টি হচ্ছে। গতকাল থেকে বৃষ্টির প্রকোপ কমলেও আজ আবার বিভিন্ন অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অফিস বলছে, আগামী পাঁচ দিন পর বৃষ্টির এই প্রবণতা কমতে পারে। রোববার (৪ অক্টোবর) আবহাওয়ার পূর্বাভাসে এসব কথা জানানো হয়েছে।
দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়া অধিদফতরের পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম ও বরিশাল বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।
নদীবন্দরগুলোর জন্য সতর্কবার্তায় বলা হয়েছে, যশোর, কুষ্টিয়া, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, সিলেট, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
এদিকে লঘুচাপটি ভারতের উড়িষ্যা উপকূলে ক্রমেই ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হচ্ছে। সাগরে গভীর নিম্নচাপের জেরে দেশটির পশ্চিম বাংলা প্রদেশেও প্রবল বৃষ্টিপাত শুরু হয়েছে। বেশ কয়েকটি জেলায় ভারী বর্ষণের সতর্কতা রয়েছে।