Saturday 05 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নড়াইলের পৌর এলাকায় ৩০ টাকা দরে চাল বিক্রি শুরু


৪ অক্টোবর ২০২০ ১৬:২৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নড়াইল: জেলার পৌর এলাকায় ওএমএস এর মাধ্যমে ৩০ টাকা কেজি দরে চাল বিক্রি শুরু হয়েছে। এর মাধ্যমে প্রতিজন ৫ কেজি করে ৩০ টাকা দরের চাল কিনতে পারবেন।

রোববার (৪ অক্টোবর) বেলা সাড়ে ১০টায় জেলা খাদ্য অধিদফতরের আয়োজনে জেলা আওয়ামী লীগ অফিসের সামনে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক আনজুমান আরা। তিনি বলেন, ‘ দেশে চালের বাজার ঊর্ধ্বমুখি হওয়ায় সরকার গরীব মানুষের কথা বিবেচনা করে খোলা বাজারে চাল বিক্রি শুরু করেছে। আশা করি এই কর্মসূচির মাধ্যমে দরিদ্র পরিবারগুলি উপকৃত হবেন।’

পৌরসভার ৯টি ওয়ার্ডে ১২জন ডিলারের মাধ্যমে সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ‘আগে আসলে আগে পাবেন’ ভিত্তিতে এসব চাল বিক্রি করা হবে।ডিলারের মাধ্যমে সপ্তাহে ৬ দিন মোট ৫ মেট্রিক টন চাল বিক্রি করা হবে।

বিজ্ঞাপন

এসময় নড়াইল পৌরসভার মেয়র মো. জাহাঙ্গীর বিশ্বাস, সদর উপজেলা নির্বাহী অফিসার সালমা সেলিম, জেলা খাদ্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. মনিরুল ইসলাম, পৌরসভার প্যানেল মেয়র মো. রেজাউল বিশ্বাসসহ জেলা ও উপজেলা খাদ্য অফিসের কর্মকর্তাসহ ক্রেতারা উপস্থিত ছিলেন।

৩০ টাকা কেজি দরে চাল ওএমএস চাল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর