Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চবিতে কটেজ ভাড়া ৪০ শতাংশ মওকুফ


৪ অক্টোবর ২০২০ ১৭:৫৯

চট্টগ্রাম ব্যুরো: করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ক্যাম্পাসে কটেজে থাকা শিক্ষার্থীদের ৪০ শতাংশ ভাড়া মওকুফের সিদ্ধান্ত নিয়েছে কটেজ মালিক সমিতি। এর ফলে গত এপ্রিল মাস থেকে বিশ্ববিদ্যালয় খোলার আগ পর্যন্ত সময়ের ভাড়ার ৪০ শতাংশ নেওয়া হবে শিক্ষার্থীদের কাছ থেকে।

রোববার (৪ অক্টোবর) দুপুর ১২টার দিকে চবি প্রক্টর অফিসে বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল বডি, হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও), হাটহাজারী মডেল থানা কর্মকর্তা (ওসি) ও কটেজ মালিক সমিতির যৌথ বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. রবিউল হাসান ভূঁইয়া সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

এর আগে, চবি শিক্ষার্থীরা মেস ও কটেজ ভাড়া মওকুফের দাবিতে গণস্বাক্ষর, স্মারকলিপি প্রদান ও মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন। এই সিদ্ধান্তের ফলে তাদের দাবি-দাওয়ার অনেকাংশ পূরণ হলো।

সিদ্ধান্তের কথা জানিয়ে প্রক্টর রবিউল বলেন, আমি প্রক্টর হিসেবে যোগ দেওয়ার পর থেকে শিক্ষার্থীদের এই সমস্যা সমাধানের চেষ্টা করছি। কটেজে কটেজে কতজন শিক্ষার্থী থাকে, এসবের তথ্য সংগ্রহ করছি। তারপর কটেজ মালিক সমিতির সঙ্গে বৈঠকে বসেছি। প্রথমে তারা রাজি হননি। ছাত্রদের কথা বিবেচনা করেই দীর্ঘদিন ধরে আমরা তাদের কাছে দাবি করে আসছিলাম। তারা প্রথমে ২০ শতাংশ, পরে ৩০ শতাংশ মওকুফের কথা বলেন। পরে হাটহাজারী উপজেলার ইউএনও ৫০ হাজার টাকা অনুদান দেওয়ার আশ্বাস দেন। আর আমরা ৫০ শতাংশ মওকুফের দাবি করি। দীর্ঘ আলোচনার পরে ৪০ শতাংশে সমাঝোতা হয়।

বিজ্ঞাপন

কটেজ মালিক সমিতির সভাপতি শাহ আলম সারাবাংলাকে বলেন, আমরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে বসেছি। সভায় ৪০ শতাংশ ভাড়া মওকুফের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত এপ্রিল মাস থেকে বিশ্ববিদ্যালয় খোলার আগ পর্যন্ত সময়ের জন্য এই ভাড়া নেওয়া হবে।

এর আগে, শুক্রবার (৫ জুন) অনাবাসিক অস্বচ্ছল শিক্ষার্থীদের মেস ভাড়া মওকুফের দাবিতে অনলাইনে গণস্বাক্ষর কর্মসূচি পালন করেন চবি শিক্ষার্থীরা। এ নিয়ে সাধারণ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে ভাড়া মওকুফের দাবিও তুলে ধরেন। সর্বশেষ বৃহস্পতিবার (১ অক্টোবর) শিক্ষার্থীদের মেস-কটেজ ভাড়া সংকট নিরসনের দাবিতে মানববন্ধন করেছেন সাধারণ শিক্ষার্থীরা। একইসঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে তিন দফা দাবি নিয়ে স্মারকলিপিও জমা দেন তারা।

আরও পড়ুন-

চবিতে অস্বচ্ছল শিক্ষার্থীদের মেস ভাড়া সংকট নিরসনের দাবি

৪০% মওকুফ কটেজ কটেজ ভাড়া কটেজ মালিক সমিতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চবি

বিজ্ঞাপন

চট্টগ্রামে আগুনে পুড়ল ৫ দোকান
২৩ নভেম্বর ২০২৪ ১২:৩৪

আরো

সম্পর্কিত খবর