Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা-৫ উপনির্বাচন: নৌকার পক্ষে যুবলীগকে মাঠে থাকার নির্দেশ


৫ অক্টোবর ২০২০ ০৪:৩৬

ঢাকা: ঢাকা-৫ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীর বিজয় নিশ্চিত করতে যুবলীগকে মাঠে থাকার নির্দেশনা দিয়েছেন সংগঠনটির চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ।

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, নেত্রী যাকে প্রার্থী করেছেন, তাকে বিজয়ী করতে যুবলীগ মাঠে থাকবে। নির্বাচন ঘিরে আপনাদের জনগণের কাছে যাবার সুযোগ হয়েছে। আপনারা প্রতিটি মানুষের কাছে যাবেন, ভদ্র-নম্রভাবে ভোট চাইবেন। অবশ্যই সামাজিক সুরক্ষা নিশ্চিত করবেন। শেখ হাসিনা সরকারের যুগান্তকারী পদক্ষেপগুলো তুলে ধরবেন।

বিজ্ঞাপন

রোববার (৪ অক্টোবর) বিকেলে রাজধানীর যাত্রাবাড়ীতে যুবলীগ আয়োজিত নির্বাচনি জরুরি সভায় ভার্চুয়াল পদ্ধতিতে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে যুবলীগ চেয়ারম্যান এসব কথা বলেন।

শেখ ফজলে শামস পরশ বলেন, বঙ্গবন্ধুর শক্তি ছিল নিপীড়িত মানুষ। সে বিষয়টি মাথায় রেখেই আমরা রাজনীতি করছি। আপনারাও নিপীড়িত মানুষের কাছে যাবেন, সমস্যাগুলো নোটগুলো করে রাখবেন। পরবর্তী সময়ে আমাদের কাছে দেবেন। মানুষকে কিভাবে সাহায্য করা যায়, মানুষের কষ্ট কিভাবে লাঘব করা যায়, সে চেষ্টা করব।

যুবলীগ চেয়ারম্যান বলেন, যুবলীগের নামে চাঁদাবাজি, ক্যাসিনো চালানো চলবে না। মানুষকে নিপীড়ন করা চলবে না। বরং কোথায় অত্যচার-নিপীড়ন হচ্ছে, সেদিকে যুবলীগ নজর রাখবে। এটাই হবে এখন যুবলীগের মূল চরিত্র। একইসঙ্গে সজাগ থাকব অনুপ্রবেশকারীদের বিষয়ে।

বিশেষ অতিথির বক্তব্যে যুবলীগ সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল বলেন, প্রধামন্ত্রীর মনোনীত প্রার্থীর বিজয় নিশ্চিত করতে যুবলীগ কাজ করবে। নেত্রী যাকে মনোনয়ন দিয়েছেন, তিনি সৎ মানুষ। আর সৎ মানুষ ক্ষমতায় থাকলে ঢাকা-৫ আসনের মানুষও ভালো থাকবে। কোনো মাদক ব্যবসায়ী, মাদকসেবী থাকবে না। মা-বোনেরা নিরাপদে চলাচল করবে। শিক্ষা উন্নয়ন হবে, রাস্তা-ঘাট হবে। তাই মনিরুল ইসলাম মনু ভাইকে বিজয়ী করতে মানুষের দ্বারে দ্বারে ভোট প্রার্থনা করবে যুবলীগ।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ঢাকা-৫ আসনের উপনির্বাচনের আওয়ামী লীগের প্রার্থী কাজী মনিরুল ইসলাম মনু, নির্বাচনের সমন্বয়ক মো. হারুনুর রশিদ, ঢাকা দক্ষিণ যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মঈন উদ্দিন রানা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজাসহ অন্যরা।

ঢাকা-৫ যুবলীগ শেখ ফজলে শামস পরশ

বিজ্ঞাপন
সর্বশেষ

বিপদসীমার ওপরে পানি, ৪৪ জলকপাট খোলা
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৫:০৬

তৃতীয় দিনের খেলাও পরিত্যক্ত
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৪:৫৪

সিটিকে সরিয়ে শীর্ষে লিভারপুল
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৩:২০

পদ্মায় কমেছে পানি, থামছে না ভাঙন
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৩:১৯

সম্পর্কিত খবর