জাতীয় স্মৃতিসৌধে ভারতীয় হাইকমিশনারের শ্রদ্ধা
৯ অক্টোবর ২০২০ ১৩:০৯
সাভার (ঢাকা): ঢাকায় নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী মহান মুক্তিযুদ্ধের বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। এসময় তিনি স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে সই করেছেন।
শুক্রবার (৯ অক্টোবর) সকালে সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধে পৌঁছান বিক্রম কুমার দোরাইস্বামী। সড়ক পথে স্মৃতিসৌধ চত্বরে পৌঁছানোর পর শহিদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি।
এরপর একাত্তরের বীর শহিদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন ভারতীয় হাইকমিশনার। পরে তিনি স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে সই করেন।
এসময় ভারতীয় হাইকমিশনারের সঙ্গে স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে, গত ১৩ আগস্ট বিক্রম কুমার দোরাইস্বামীকে ঢাকায় দিল্লির নতুন দূত হিসেবে নিয়োগ দেয় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। ঢাকায় নিযুক্ত সদ্যসাবেক ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাশের জায়গায় তাকে নিয়োগ দেওয়া হয়।
নিয়োগের পর দোরাইস্বামীর সেপ্টেম্বরের শেষভাগে ঢাকায় এসে দায়িত্ব নেওয়ার কথা ছিল। শেষ পর্যন্ত অক্টোবরের শুরুতে দায়িত্ব বুঝে নিয়েছেন তিনি। বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাষ্ট্রপতির সরকারি বাসভবন বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে পরিচয়পত্র পেশ করেন তিনি।
আরও পড়ুন-
রীভা ফিরছেন দিল্লিতে, ঢাকায় আসছেন দোরাইস্বাম
দায়িত্ব নিতে সেপ্টেম্বরেই ঢাকা আসছেন দিল্লির নতুন দূত
রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করলেন ভারতের নতুন দূত
বিক্রম কুমার দোরাইস্বামী ভারতীয় হাইকমিশনার স্মৃতিসৌধে শ্রদ্ধা