শাহবাগে ধর্ষণবিরোধী মহাসমাবেশ
৯ অক্টোবর ২০২০ ১৭:২৮
ঢাকা: সারাদেশে ক্রমবর্ধমান ধর্ষণের প্রতিবাদে বিভিন্ন বাম ছাত্র সংগঠন ও উদীচী শিল্পগোষ্ঠীর উদ্যোগে ধর্ষণবিরোধী মহাসমাবেশ শুরু হয়েছে। সমাবেশ থেকে বক্তারা দ্রুত ধর্ষকদের গ্রেফতারের দাবি জানান। এ ছাড়া ধর্ষণের বিরুদ্ধে সর্বাত্মক প্রতিরোধ গড়ে তোলার আহবান জানিয়েছেন তারা।
শুক্রবার (৯ অক্টোবর) বিকালে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে ধর্ষণবিরোধী মহাসমাবেশ অনুষ্ঠিত হয়। দুপুর থেকেই বিভিন্ন সংগঠন শাহবাগে সমাবেশ করছে। ধর্ষণের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই শিক্ষার্থীও অনশনে আছেন। ধর্ষক ও ধর্ষকের সহযোগী ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরকে দ্রুত গ্রেফতারের দাবিতে ওই শিক্ষার্থীর সঙ্গে যোগ দিয়েছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
দেশজুড়ে ক্রমবর্ধমান ধর্ষণ, নির্যাতন ও সহিংসতা প্রতিরোধে এবং ধর্ষক ও নির্যাতকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে দুপুরে শাহবাগে মানববন্ধন করেছে সেভ আওয়ার ওমেন নামের একটি সংগঠনও।