Saturday 12 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নারায়ণগঞ্জে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে সাংবাদিক খুন


১২ অক্টোবর ২০২০ ০০:৫০ | আপডেট: ১২ অক্টোবর ২০২০ ০৯:০০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের বন্দরে আদমপুর এলাকায় স্থানীয় দৈনিক বিজয় পত্রিকার সাংবাদিক ইলিয়াসকে ছুরিকাঘাত করে হত্যা করেছে সন্ত্রাসীরা। রোববার (১১ অক্টোবর) রাত সাড়ে আটটার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ইলিয়াস বাড়ি ফেরার পথে তার গতিরোধ করে তুষারসহ কয়েকজন সন্ত্রাসী। এ সময় তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সন্ত্রাসীরা তাকে ছুরিকাঘাত করে। পরে স্থানীয়রা ইলিয়াসকে উদ্ধার করে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। সে জিওধারা এলাকার মজিবর মিয়ার ছেলে।

বন্দর থানার সহকারী পরিদর্শক (এসআই) তাওহীদ জানান, রাতে বন্দরের আদমপুর এলাকায় সন্ত্রাসীরা ইলিয়াসকে ছুরিকাঘাত করলে সে গুরুতর জখম হয়। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে পুলিশি অভিযান চলছে।

বিজ্ঞাপন

ছুরিকাঘাত নারায়ণগঞ্জ সাংবাদিক খুন