Thursday 01 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা-মাওয়া মহাসড়কে বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২


১২ অক্টোবর ২০২০ ১৮:০৭

মুন্সীগঞ্জ: ঢাকা-মাওয়া মহাসড়কের মুন্সীগঞ্জের লৌহজংয়ে বসুমতি ও প্রচেষ্টা পরিবহণ নামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। ঘটনাস্থলে বসুমতি বাসের যাত্রী হেনা বেগম (৬০) মারা যান। পরে হাসপাতালে নেওয়ার পথে বসুমতির বাসচালক বাদশার (৪৮) মৃত্যু হয়। এসময় কমপক্ষে চার জন আহত হয়।

সোমবার (১২ অক্টোবর) বিকাল ৪ টার দিকে মহাসড়কের চন্দ্রেরবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হেনা বেগম লৌহজং উপজেলার কুমারভোগ এলাকার দলিলউদ্দিনের স্ত্রী ও নিহত বাদশা কেরানীগঞ্জ চুনকুটিয়া গ্রামের অধিবাসী। আহতদের শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয় ও মাওয়া ট্রাফিক পুলিশের ইনচার্জ হিলাল উদ্দিন জানান, বিকালে শিমুলিয়াঘাট থেকে বসুমতি বাসটি ঢাকার দিকে যাচ্ছিলো। পথে বাসটি চন্দের বাড়ি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা শিমুলিয়া ঘাটগামী প্রচেষ্টা বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই হেনা নামের যাত্রী মারা যান। স্থানীয় ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহত যাত্রীদের উদ্ধার করে  হাসপাতালে পাঠায়। এদিকে দুর্ঘটনার পর মহাসড়কে দেড়ঘন্টা যান চলাচল বন্ধ ছিল।

ঢাকা-মাওয়া মহাসড়ক সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর