ঢাকা: সাগরে সৃষ্ট নিম্নচাপ সকালে উড়িষ্যা উপকূল অতিক্রম করায় এটি দুর্বল হয়ে গেছে। এর ফলে আজ রাজধানীসহ দেশের অধিকাংশ স্থানের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। রৌদ্রজ্জ্বল দিনে দমকা বাতাসে প্রশান্তি বইবে দেশজুড়ে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে আবহাওয়াবিদ আব্দুর রহমান সারাবাংলাকে এ তথ্য জানান। তিনি বলেন, ‘আজ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। তবে উপকূলীয় অঞ্চলের দুয়েক জায়গায় হালকা বৃষ্টি হতেও পারে। যদিও অস্থায়ী হবে তা।’
তিনি আরও বলেন, ‘গত দুই দিন সাগরে নিম্মচাপের প্রভাবে বৃষ্টিবাদল হয়েছিল। তবে নিম্মচাপটি উড়িষ্যা উপকূল অতিক্রম করায় সেটি দুর্বল হয়ে গেছে। তাই দিনভর আকাশ শুষ্ক থাকবে। সঙ্গে দমকা বাতাস থাকবে। এতে দেশজুড়ে তাপপ্রবাহে একটা প্রশান্তি বিরাজ করবে। এরকম আগামী ১৭-১৮ তারিখ পর্যন্ত অব্যাহত থাকবে। তারপর ফের বৃষ্টির সম্ভাবনা রয়েছে।’
আজ নদী ও সমুদ্রবন্দরগুলোর জন্য কোনো সতর্ক বার্তা নেই বলে জানিয়েছেন তিনি।