বাংলাদেশি জাহাজ ভারতের সমুদ্র সৈকতে আটকে: উদ্ধার চলছে
১৩ অক্টোবর ২০২০ ১৬:০০
ঢাকা: এম.ভি.এম.এ.এ. নামের ৮০ মিটার দৈর্ঘ্যের একটি বাংলাদেশি জাহাজ গত রাতে ভারতের বিশাখাপত্তনম বন্দর ট্রাস্টের সীমানার উত্তর প্রান্তে সমুদ্র সৈকতে আছড়ে পড়েছে। জাহাজে প্রায় ৫০ মেট্রিক টন জ্বালানি রয়েছে। জাহাজের ১৫ জন ক্র্রু ও বাংলাদেশি নাগরিকরা নিরাপদে আছেন। জাহাজটি উদ্ধারে নৌবাহিনী কাজ করছে।
‘ঝোড়ো হাওয়ায় বিশাখাপত্তনম বন্দরে তীরে ভেসে এসেছে বাংলাদেশি জাহাজ’, শিরোনামে ঢাকার ভারতীয় মিশন থেকে মঙ্গলবার (১৩ অক্টোবর) এক বার্তায় জানান হয়, ‘৮০ মিটার দৈর্ঘ্যের একটি বাংলাদেশি জাহাজ এম.ভি.এম.এ.এ. গত রাতে বিশাখাপত্তনম বন্দর ট্রাস্টের সীমানার উত্তর প্রান্তে সমুদ্র সৈকতে আছড়ে পড়েছে। সূত্র জানায়, জাহাজটি দুদিন আগে বিশাখাপত্তনমে পৌঁছে এবং বন্দর ট্রাস্টে প্রবেশের জন্য শুল্ক ছাড় সম্পন্ন করতে নোঙ্গর করা হয়েছিল।’
বার্তায় আরো বলা হয়, ‘সূত্রের খবর, ঝোড়ো বাতাস ও ঢেউয়ের কারণে জাহাজের দুটি নোঙ্গরই সরে যায় এবং জাহাজটি তীরে উঠে আসে। বর্তমানে এটি বিশাখাপত্তনমের টেনেটি পার্কের নিকটে সমুদ্র সৈকতে রয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কোস্টগার্ডের কর্মকর্তাদের কাছে এই তথ্য পৌঁছে দেওয়া হয়েছে।’
‘জাহাজের ১৫ জন ক্র্রু ও বাংলাদেশি নাগরিকরা নিরাপদে আছেন’, উল্লেখ করে বার্তায় বলা হয়, ‘জাহাজে প্রায় ৫০ মেট্রিক টন জ্বালানি রয়েছে। এগুলো প্রথমে পাম্প করা হবে এবং তারপর উদ্ধার অভিযান শুরু হবে। সহায়তা প্রদানের জন্য নৌবাহিনীর একটি নৌযান ডুবুরী দল ঘটনাস্থলে রয়েছে।’