Tuesday 01 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘সন্তানকে হত্যায় প্রেমিকের সঙ্গে মিলে খুনি ভাড়া করেছিলো মা’


১৫ অক্টোবর ২০২০ ১৯:০৭ | আপডেট: ১৫ অক্টোবর ২০২০ ১৯:২৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ময়মনসিংহ: গত ১১ অক্টোবর জেলার ঈশ্বরগঞ্জের উচাখিলা নামাপাড়া নদের পাড় থেকে মো. পারভেজ মিয়া (১৫) নামে এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করেছিলো পুলিশ। চার দিন পর বৃহস্পতিবার (১৫ অক্টোবর) এই হত্যাকাণ্ডের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য দিয়েছে র‌্যাব।

র‌্যাব জানিয়েছে, নিহত শিক্ষার্থী পারভেজের মা রোজিনার সঙ্গে এমদাদুল হকের পরকীয়ার সম্পর্ক ছিল। বিষয়টি পারভেজ জানতে পারলে তার দু’জনে মিলে পারভেজকে হত্যার পরিকল্পনা করে। পরে অর্থের বিনিময়ে তিন খুনিকে ভাড়া করে তারা।

বিকেলে সার্কিট হাউজ সংলগ্ন র‍্যাব-১৪ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য দেন উপ-অধিনায়ক মেজর মো. ফজলে রাব্বী। তিনি জানান ঈশ্বরগঞ্জে চাঞ্চল্যকর পারভেজ হত্যা মামলার ৫ আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব। গ্রেফতারকৃতরা হলো- মরিচার চরের নিহত পারভেজের মা রোজিনা আক্তার (৩০), প্রধান আসামি মো. এমদাদুল হক (৩৮), মো. গনি (৪৫), মো. সুলতান উদ্দিন (৪০) ও মো. রুহুল আমিন (৫৮)।

বিজ্ঞাপন

র‌্যাবের উপ-অধিনায়ক মেজর মো. ফজলে রাব্বী জানান, গত ১১ অক্টোবর নামাপাড়া নদের পাড় থেকে স্কুলছাত্র পারভেজ মিয়ার লাশ উদ্ধার করে পুলিশ। র‍্যাব-১৪ এর একটি আভিযানিক দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে হত্যার তদন্ত শুরু করে। নিহতের বিভিন্ন বিষয় পর্যালোচনা এবং বিশ্লেষণ করে নিবিড় তদন্ত শেষে ঘটনার রহস্য উন্মোচন করা হয়। পরে গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের বিভিন্ন এলাকা থেকে আসামিদের গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামিরা পারভেজকে হত্যার বিষয়টি স্বীকার করেছে। তাদের ঈশ্বরগঞ্জ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলেও জানান র‌্যাব-১৪ এর উপ-অধিনায়ক।

খুন পারভেজ মিয়া পুলিশ মা র‍্যাব সন্তান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর