Wednesday 19 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সন্তান-আত্মীয়ের ভর্তি পরীক্ষা
ক্যাম্পাসে থাকতে পারবেন না জবির শিক্ষক-কর্মকর্তারা

জবি করেসপন্ডেন্ট
১২ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:৩৮ | আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:৩৫

জগন্নাথ বিশ্ববিদ্যালয়। ফাইল ছবি

ঢাকা: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ভর্তি পরীক্ষায় যেসকল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সন্তান ও আত্মীয়-স্বজন অংশ নেবেন, সেসকল শিক্ষক-কর্মকর্তাকে ক্যাম্পাসে অবস্থান করতে নিষেধ করা হয়েছে।

বুধবার (১২ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি কমিটি (২০২৪-২০২৫)-এর সিদ্ধান্ত মোতাবেক এবং রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. গিয়াস উদ্দিন কর্তৃক সই করা এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশ দেওয়া হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ও বিবিএ ১ম বর্ষে ইউনিট A. B. C ও D ভর্তি পরীক্ষায় যেসকল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সন্তান ও আত্মীয়-স্বজন অংশগ্রহণ করবে তাদেরকে সংশ্লিষ্ট শিফটে প্রত্যবেক্ষণ বা অন্যান্য দায়িত্ব পালন করা থেকে বিরত থাকতে এবং ক্যাম্পাসে অবস্থান না করতে বিশেষভাবে অনুরোধ করা হলো।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার অধ্যাপক ড. গিয়াস উদ্দিন বলেন, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসটি অনেক ছোট। এখানে তিন শিফটে পরীক্ষা হবে। আর আমরা নিরাপত্তার কথা বিবেচনা করেই এই সিদ্ধান্ত নিয়েছি। জবি আইন অনুযায়ী যেসকল শিক্ষক কর্মকর্তা-কর্মচারীদের সন্তান-সন্ততি বা আত্মীয়-স্বজন ভর্তি পরীক্ষা দেবেন তারা ভর্তি পরীক্ষার কোনো দায়িত্ব পালন অথবা ক্যাম্পাসে অবস্থান করতে পারবেন না।’

আর অবস্থান করলে তা জবি আইন পরিপন্থি হিসেবে গণ্য হবে বলেও জানান তিনি।

সারাবাংলা/পিটিএম

আত্মীয় ক্যাম্পাস জবি ভর্তি পরীক্ষা সন্তান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর