Sunday 20 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নোয়াখালীতে কিশোর গ্যাংসহ ৭ জন আটক, কারাগারে পাঠানোর নির্দেশ


১৯ অক্টোবর ২০২০ ১৮:৪৮ | আপডেট: ১৯ অক্টোবর ২০২০ ১৮:৫৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নোয়াখালী: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের ৬ সদস্যসহ ৭ জনকে আটক করেছে বেগমগঞ্জ মডেল থানা পুলিশ। সোমবার (১৯ অক্টোবর) দুপুরে আদালতে হাজির করলে, তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ কামরুজ্জামান শিকদার এ তথ্য নিশ্চিত করেন।

আটককৃতরা হলেন- একলাশপুর গ্রামের লাল মিয়াজী বাড়ির জয়নাল আবেদীনের ছেলে মোরশেদ আলম বাবু (১৮), একই বাড়ির বাড়ির শহীদ উল্যার ছেলে তানজিদ মেহরাজ (১৮), গাড়িয়াল বাড়ির আলতাফ হোসেনের ছেলে মোহাম্মদ জহির (১৭), নিজাম উদ্দিনের ছেলে ইমাম উদ্দিন সাব্বির (১৯), কাজী বাড়ির মোশারফ হোসেন স্বপনের ছেলে দাইমুল ইসলাম পাভেল (১৯), পশ্চিম একলাশপুর গ্রামের শাহ আলম মাস্টারের ছেলে মো. জাবেদ (১৮) ও মধ্য একলাশপুর গ্রামের মনির আহম্মদ মাস্টারের ছেলে নাসরুল্লাহ নেহাল (৩৩)।

বিজ্ঞাপন

মুহাম্মদ কামরুজ্জামান শিকদার বলেন, আটককৃতরা বিভিন্ন বাহিনীর সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন থেকে পরিকল্পিতভাবে দলবদ্ধ হয়ে সংঘাত সৃষ্টি ও জনমনে ভয়ভীতি দেখিয়ে এলাকায় ত্রাস সৃষ্টি করে আসছিল। এলাকার অপরিচিত লোককে জিম্মি করে মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নিতো তারা।

ওসি আরও বলেন, আটককৃতরা বিভিন্ন বাহিনীর সদস্য। তবে, কে কোন বাহিনীর সদস্য তা এখনো নিশ্চিত করা যায় নি।

কিশোর গ্যাং

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর