Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কৃত্রিম সংকট তৈরি করে দুর্ভিক্ষ সৃষ্টির পাঁয়তারা দেখছেন নাছির


১৯ অক্টোবর ২০২০ ১৯:৫১

চট্টগ্রাম ব্যুরো: দলের ভেতর ও বাইরে থাকা সিন্ডিকেট খাদ্যের কৃত্রিম সংকট তৈরি করে দুর্ভিক্ষ সৃষ্টির পাঁয়তারা করছে বলে অভিযোগ করেছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন।

সোমবার (১৯ অক্টোবর) নগরীর পাহাড়তলী সাংগঠনিক ওয়ার্ডের তিনটি ইউনিটের পৃথক সভায় দেওয়া বক্তব্যে এ অভিযোগ করেন নাছির।

আ জ ম নাছির উদ্দীন বলেন, ‘দেশে খাদ্য ঘাটতি নেই। তারপরও কৃত্রিম সংকট তৈরি করা হচ্ছে। পর্যাপ্ত মজুদ আছে, আমদানিও হচ্ছে। এরপরও অশুভ সিন্ডিকেট ষড়যন্ত্রের জাল বিস্তার করে দুর্ভিক্ষ সৃষ্টি করতে চায়। এরা দলের ভেতরেও আছে, বাইরেও আছে। এই সিন্ডিকেটের খলনায়কদের মুখোশ উন্মোচন করতে হবে। অশুভ সিন্ডিকেটের সাথে জড়িতদের দলে স্থান নেই।’

তিনি আরও বলেন, ‘ভূমিদস্যু, মাদকাসক্ত, অপরাধী এবং নীতি-নৈতিকতা বর্জিত ব্যক্তির স্থান আওয়ামী লীগে হবে না। যত বড় নেতাই হোক না কেন, কেউ যদি অপরাধী ও সমাজবিরোধীদের সাথে উঠাবসা বা কোনো ধরনের সম্পর্ক রাখে, তাকেও কোনোভাবে ছাড় দেওয়া হবে না।’

নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী বলেন, ‘গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে যারা অবৈধ বলছে, তাদের রাজনীতি করার অধিকার আছে কি না ভেবে দেখতে হবে। রাজনৈতিক ইস্যু না পেয়ে যারা স্লোগান দিয়ে মাঠ গরম করার অপকৌশল নিয়েছে তাদের প্রতিহত করা হবে।’

যুগ্ম সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী এম রেজাউল করিম চৌধুরী বলেন, ‘চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র পদে আমাকে নৌকা প্রতীকের প্রার্থী করেছেন শেখ হাসিনা। এই নৌকার বিজয় নিশ্চিত করে শেখ হাসিনার সম্মান অক্ষুন্ন রাখতে হবে।’

পাহাড়তলী ওয়ার্ড আওয়ামী লীগের এ-ইউনিটের আবদুল সালাম জায়গিরদার, বি-ইউনিটের আবু বক্কর এবং সি-ইউনিটের আবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত পৃথক সভায় আরও বক্তব্য রাখেন- নগর আওয়ামী লীগের উপদেষ্টা সফর আলী, সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ ও চৌধুরী হাসান মাহমুদ হাসনী, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মশিউর রহমান চৌধুরী, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক হাজী মোহাম্মদ হোসেন, যুব ও ক্রীড়া সম্পাদক দিদারুল আলম চৌধুরী, সাংস্কৃতিক সম্পাদক আবু তাহের, কার্যনির্বাহী সদস্য সাইফুদ্দীন খালেদ বাহার, নিছার উদ্দিন আহমেদ মঞ্জু, বেলাল আহমদ, মোরশেদ আক্তার চৌধুরী।

আ জ ম নাছির উদ্দিন আওয়ামী লীগ কৃত্রিম সংকট সাবেক মেয়র সিন্ডিকেট


বিজ্ঞাপন
সর্বশেষ

‘আমাদের সেনাবাহিনী যেন তৈরি থাকে’
৮ সেপ্টেম্বর ২০২৪ ১৫:২৯

আগস্টে কমেছে মূল্যস্ফীতি
৮ সেপ্টেম্বর ২০২৪ ১৫:০৭

সম্পর্কিত খবর