Wednesday 09 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশ-ভারত কোস্ট গার্ড কমান্ডার্স মিটিং অনুষ্ঠিত


১৯ অক্টোবর ২০২০ ২২:৩২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: বাংলাদেশ কোস্ট গার্ড ও ভারতীয় কোস্ট গার্ডের মধ্যেকার চতুর্থ রিজিওনাল কমান্ডার্স মিটিং অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ অক্টোবর) সকালে বাংলাদেশ কোস্ট গার্ড বেজ মোংলায় বাংলাদেশ কোস্ট গার্ড ও ভারত কোস্ট গার্ডের মধ্যেকার এই বৈঠক ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত হয়।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার বি এন এম হায়াত ইবনে সিদ্দিক এ তথ্য জানিয়েছেন।

আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধি, পারস্পরিক সম্পর্ক উন্নয়ন, প্রশিক্ষণ বিনিময় ও দুই দেশের মধ্যে সৌহার্দ্য ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার লক্ষ্যে বাংলাদেশ কোস্ট গার্ড ও ভারতীয় কোস্ট গার্ডের মধ্যে চুক্তির আলোকে ওই বৈঠক অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে বাংলাদেশ কোস্ট গার্ড উপমহাপরিচালক কমডোর এম আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন। এছাড়াও বাংলাদেশ কোস্ট গার্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ভারতীয় কোস্ট গার্ডের পক্ষ থেকে ভারত কোস্ট গার্ড আঞ্চলিক সদর দফতর, কলকাতা ও ভারত কোস্ট গার্ড সদর দফতরের প্রতিনিধিরা অংশ নেন।

এ সময় দুই দেশের প্রতিনিধিগণ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন। এছাড়াও আন্তর্জাতিক সীমানায় মানব পাচার, চোরাচালান মাদক দ্রব্য পাচার ও অবৈধভাবে মাছ ধরা রোধে উভয় দেশের কোস্ট গার্ডের করণীয় নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি উভয় দেশের কোস্ট গার্ড সদস্যদের পেশাগত দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ বিষয়ের পারস্পারিক সহযোগিতার বিষয়ে আলোচনা করা হয়।

বৈঠকের ফলে দুই দেশের জলসীমানায় অপরাধ দমনে ও দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে দুই দেশের কোস্ট গার্ড অগ্রণী ভূমিকা পালন করবে বলে আশা করা যায়।

কোস্ট গার্ড বাংলাদেশ কোস্ট গার্ড ভারত কোস্ট গার্ড রিজিওনাল কমান্ডার্স মিটিং