১৫ দফা দাবিতে নৌযান শ্রমিকদের কর্মবিরতি
২০ অক্টোবর ২০২০ ১৯:৫০
নারায়ণগঞ্জ: খাদ্যভাতা কার্যকর, নদীপথে নির্যাতন বন্ধসহ ১৫ দফা দাবিতে সোমবার রাত থেকে অনিদিষ্টকালের জন্য কর্মবিরতি করছে নৌশ্রমিকরা। নারায়ণগঞ্জসহ সারাদেশে একযোগে লাগাতার কর্মবিরতি পালন করছে বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশনের অর্ন্তভুক্ত বাংলাদেশ নৌযান শ্রমিক কর্মচারী ইউনিয়নসহ নৌ শ্রমিকদের বিভিন্ন সংগঠন।
মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে নারায়ণগঞ্জ শহরের ৫নং মাছঘাটসহ ২৫টি ঘাটে কয়েকশ পণ্যবাহী জাহাজ নদীর পাড়ে নোঙ্গর করে শ্রমিকরা বিক্ষোভ করে। এতে বক্তব্য রাখেন বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সবুজ সিকদার, কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কবির হোসেন, বিআইডব্লিউটিসির সাধারণ সম্পাদক জাকির হোসেন চুন্নু।
শ্রমিকদের খাদ্যভাতা, নদীপথে নির্যাতন বন্ধসহ ১৫ দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন বক্তারা।