পুলিশ ফাঁড়িতে রায়হান হত্যা: কনস্টেবল টিটু ৫ দিনের রিমান্ডে
২০ অক্টোবর ২০২০ ২৩:৪০
সিলেট: সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতনের ঘটনায় রায়হান হত্যা মামলায় বরখাস্ত কনস্টেবল টিটু চন্দ্রকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এর আগে, মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে সিলেট মহানগর পুলিশের (এসএমপি) রিজার্ভ অফিস থেকে টিটুকে গ্রেফতার করা হয়।
টিটুকে গ্রেফতারের পর মঙ্গলবার বিকেলে মামলার তদন্ত কর্মকর্তা সিলেট পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পরিদর্শক তৌহিদুল ইসলাম তাকে সিলেটের মুখ্য মহানগর হাকিম জিয়াদুর রহমানের আদালতে হাজির করেন। জিজ্ঞাসাবাদের জন্য তার সাত দিনের রিমান্ড আবেদন করেন। আদালত শুনানি নিয়ে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
সিলেট জজ কোর্টের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) খোকন কুমার দত্ত সাংবাদিকদের বলেন, আসামি টিটুকে আদালতে উপস্থাপনের পর রাষ্ট্রপক্ষ সাত দিনের রিমান্ড আবেদন করে। এসময় আসামি টিটুকে আদালত জিজ্ঞাসাবাদ করলে তিনি নিজেকে নির্দোষ দাবি করেন। পরে রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।
এদিকে, রায়হান হত্যার প্রতিবাদে সিলেটে বিক্ষোভ করেছেন ব্যবসায়ীরা। সকালে নগরীর দোকানপাট বন্ধ রেখে তারা নগরীর কোর্ট পয়েন্ট এলাকায় মানববন্ধনও করেছেন। এসময় আয়োজিত সমাবেশে ব্যবসায়ীরা অভিযোগ করেন, বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে রায়হানকে নির্যাতন করে হত্যা করেছে পুলিশ। কিন্তু ঘটনার ৯ দিন পেরিয়ে গেলেও এখনো নির্যাতনকারী পুলিশ সদস্যদের গ্রেফতার হয়নি।
সমাবেশ থেকে রায়হানের হত্যাকারী পুলিশ সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমুলক শাস্তির দাবি করা হয়। সমাবেশে সিলেট মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদসহ ব্যবসায়ী নেতারা বক্তব্য রাখেন।
পরে দুপুরে কনস্টেবল টিটুকে গ্রেফতার করে পিবিআই। কনস্টেবল টিটু বন্দরবাজার ফাঁড়িতে কর্মরত ছিলেন। রায়হান হত্যার পর তাকে সাময়িক বরখাস্ত করা হয়। রায়হান হত্যা মামলায় প্রথম আসামি হিসেবে তাকে গ্রেফতার দেখানো হয়েছে।
৫ দিনের রিমান্ড কনস্টেবল টিটু পুলিশ ফাঁড়িতে নির্যাতনে হত্যা রায়হান হত্যা রিমান্ড