Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিএনপিকে ‘একেবারে জনবিচ্ছিন্ন’ করতে চান আ জ ম নাছির


২২ অক্টোবর ২০২০ ১৯:৩৬

চট্টগ্রাম ব্যুরো: অব্যাহত প্রতিরোধের মধ্য দিয়ে বিএনপিকে ‘একেবারে জনবিচ্ছিন্ন’ করে ফেলার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) নগরীর চকবাজার সাংগঠনিক ওয়ার্ডের তিনটি ইউনিটের পৃথক সভায় তিনি এ আহ্বান জানান।

সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, ‘বিএনপি রাজনীতির মাঠে নেই। কিন্তু প্রাসাদ ষড়যন্ত্রে আছে। তারা রাজনৈতিক শক্তি নয়, তারা স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রবিরোধী দুষ্ট শনিগ্রহ। এদের প্রতিরোধ শুধু নয়, একেবারে জনবিচ্ছিন্ন করে ফেলতে হবে।’

একই সভায় নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী বলেন, ‘বিএনপি সরকারের বিরুদ্ধে নানাভাবে ষড়যন্ত্র করছে। আমরা ধর্ষণের বিরুদ্ধে সামাজিক আন্দোলন চাই এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান করেছেন। যখনই যেখানে ধর্ষণের ঘটনা ঘটেছে, অপরাধীদের গ্রেফতার করে বিচারের আওতায় আনা হচ্ছে। এরপরও এ নিয়ে কোনো প্রশ্ন তোলা কিংবা আন্দোলন করা উচিত নয়।’

চকবাজার ওয়ার্ডের এ-ইউনিটের মঞ্জুরুল আলম মান্নান, বি-ইউনিটের মুজিবুর রহমান এবং সি-ইউনিটের আব্দুল মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন নগর আওয়ামী লীগের উপদেষ্টা সফর আলী, সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ ও চৌধুরী হাসান মাহমুদ হাসনী, আইন বিষয়ক সম্পাদক শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মশিউর রহমান চৌধুরী, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক হাজী মোহাম্মদ হোসেন, যুব ও ক্রীড়া সম্পাদক দিদারুল আলম চৌধুরী, সাংস্কৃতিক সম্পাদক আবু তাহের, উপপ্রচার সম্পাদক শহীদুল আলম ও কার্যনির্বাহী সদস্য বেলাল আহমেদ।

ফাইল ছবি

আ জ ম নাছির জনবিচ্ছিন্ন বিএনপি


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর